TRENDING:

Crime News: মুখে জোর করে ঠুসে দিল বিস্ফোরক! গার্লফ্রেন্ডকে নৃশংস ভাবে খু*ন প্রেমিকের, বেরিয়ে এল শিউরে ওঠা 'কারণ'!

Last Updated:

Crime News: একটি লজের ভিতরে ২০ বছর বয়সী এক বিবাহিত মহিলাকে নির্মমভাবে হত‍্যা প্রেমিকের। পুলিশের মতে, অভিযুক্ত ব‍্যক্তি জোর করে তার মুখে একটি বিস্ফোরক রাসায়নিক পাউডার ঢেলে দেয়, যার ফলে তাঁর মৃত‍্যু হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কর্ণাটক: কর্ণাটকের মাইসুরুতে মর্মান্তিক কাণ্ড। একটি লজের ভিতরে ২০ বছর বয়সী এক বিবাহিত মহিলাকে নির্মমভাবে হত‍্যা প্রেমিকের। পুলিশের মতে, অভিযুক্ত ব‍্যক্তি জোর করে তার মুখে একটি বিস্ফোরক রাসায়নিক পাউডার ঢেলে দেয়, যার ফলে তাঁর মৃত‍্যু হয়।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ ভাইপো গ্রেফতার, কিন্তু আসল রহস্য পিসির বাড়িতে? জীবনকৃষ্ণের গ্রেফতারে তুমুল আলোচনায় বীরভূমের এক বাড়ি! কী আছে ওখানে জানেন?

সোমবার ঘটনাটি ঘটে। নিহত মহিলা রক্ষিতা, হুনসুর তালুকের গেরাসনাহাল্লি গ্রামের বাসিন্দা। পুলিশ অভিযুক্তকে বেত্তাদাপুরার বাসিন্দা সিদ্দারাজু হিসেবে শনাক্ত করেছে।

advertisement

কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষিতা কেরালায় কর্মরত একজন পরিযায়ী শ্রমিকের স্ত্রী। কিন্তু সিদ্দারাজুর সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল। লজে থাকাকালীন তাঁদের মধ‍্যে উত্তপ্ত তর্ক শুরু হয়, যার পরিণতি মারাত্মক হয়। সিদ্দারাজু প্রথমে অন‍্যদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন এই দাবি করে যে মোবাইল ফোন বিস্ফোরণের কারণে তার মৃত‍্যু হয়েছে। তবে, পালানোর চেষ্টা করার সময় স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: মুখে জোর করে ঠুসে দিল বিস্ফোরক! গার্লফ্রেন্ডকে নৃশংস ভাবে খু*ন প্রেমিকের, বেরিয়ে এল শিউরে ওঠা 'কারণ'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল