ED Raid at Birbhum: ভাইপো গ্রেফতার, কিন্তু আসল রহস্য পিসির বাড়িতে? জীবনকৃষ্ণের গ্রেফতারে তুমুল আলোচনায় বীরভূমের এক বাড়ি! কী আছে ওখানে জানেন?
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
ED Raid at Birbhum: এবার বীরভূমের সাইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা বাড়িতে ইডিহানা( এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট)। জানা গিয়েছে, যে জীবনকৃষ্ণ সাহার পিসি হন এই মায়া সাহা।
বীরভূম, সৌভিক রায়: এবার বীরভূমের সাইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা বাড়িতে ইডিহানা( এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট)। জানা গিয়েছে, যে জীবনকৃষ্ণ সাহার পিসি হন এই মায়া সাহা। সেই সূত্র ধরেই সাঁইথিয়াই আজ ইডির আধিকারিকরা হানা দিয়েছেন।
প্রসঙ্গত চাকরি দুর্নীতি মামলায় বারবার নাম উঠে এসেছে জীবনকৃষ্ণ সাহার নাম। মুর্শিদাবাদের বড়ঞার এই তৃণমূল নেতার বাড়িতে ইডি হানা হয়েছিল। এমনকী দীর্ঘদিন তিনি জেলবন্দি ছিলেন। এবার সেই সূত্র ধরে আজ সাঁইথিয়া মায়া সাহার বাড়িতে সকাল সকাল হানা দেন ইডির আধিকারিকরা।
advertisement
advertisement
এইদিন সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ ইডি আধিকারিকরা মায়া সাহার বাড়িতে প্রবেশ করেন। চারটি গাড়িতে পাঁচজন ইডির আধিকারিকরা এসেছেন। এখনও সেখানে তদন্ত চলছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে অভিযান চালাচ্ছেন৷ এলাকার প্রচুর মানুষ ইতিমধ্যেই মায়া সাহার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন। ইতিমধ্যেই প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন রয়েছে। তবে কী কারণে এই তল্লাশি যদিও এই বিষয়ে পরিষ্কার ভাবে এখনও কিছু জানা যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 1:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ED Raid at Birbhum: ভাইপো গ্রেফতার, কিন্তু আসল রহস্য পিসির বাড়িতে? জীবনকৃষ্ণের গ্রেফতারে তুমুল আলোচনায় বীরভূমের এক বাড়ি! কী আছে ওখানে জানেন?