TRENDING:

Crime news : স্ত্রী আধুনিকা নন, তাই পুড়িয়ে মারার চেষ্টা! দিল্লির ঘটনা শুনলে হতবাক হবেন আপনিও!

Last Updated:

তরুণী পুলিশের কাছে অভিযোগ করেছেন তাঁর স্বামী তাঁকে মদ্যপান, ধূমপান ইত্যাদিতে অভ্যস্ত করে তুলতে চাইছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দ্বারভাঙ্গা: আধুনিক নন স্ত্রী, তাই তাঁর উপর শুরু হয় অত্যাচার। এমনকী পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। এমনই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন এক তরুণী। বিহারের দারভাঙা জেলার ঘটনা। জানা গিয়েছে, ওই তরুণী পুলিশের কাছে অভিযোগ করেছেন তাঁর স্বামী তাঁকে মদ্যপান, ধূমপান ইত্যাদিতে অভ্যস্ত করে তুলতে চাইছিলেন। সেই সঙ্গে স্বামীর দাবি ছিল তাঁকে ইউরোপীয় পোশাক ও আদবকায়দা রপ্ত করতে হবে। এই সব বিষয়ে স্ত্রীর আপত্তি থাকায় তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
দ্বারভাঙ্গা
দ্বারভাঙ্গা
advertisement

সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে দিল্লি নিবাসী আমিরুদ্দিনের সঙ্গে বিয়ে হয় দ্বারভাঙ্গার বাসিন্দা রুকাইয়া খাতুনের। বিয়ের সময় যথেষ্ট বরপণ দেওয়া হয়েছিল আমিরুদ্দিনকে। বিয়ে হয়েছিল দিল্লির এক বড় খামারবাড়িতে, ধুমধাম করে।

আরও পড়ুন: পাশ থেকে দেখা যায়, অথচ সামনে থেকে নয়! চম্বল রিভার ফ্রন্টের ‘মিস্টার ইন্ডিয়া’ তাক লাগাচ্ছে!

advertisement

কিন্তু ছয় মাস কাটতে না কাটতেই রুকাইয়ার উপর অত্যাচার শুরু করেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। রুকাইয়ার দাবি, তিনি ‘আধুনিক’ হয়ে উঠতে পারেননি বলেই তাঁর উপর অত্যাচার করা হত। অভিযোগ, তাঁর স্বামী, নন্দাই এবং শ্বশুরবাড়ির অন্যরা তাঁর উপর চাপ সৃষ্টি করতেন যাতে তিনি ইউরোপীয় পোশাক-আশাক পরে নারী-পুরুষ নির্বিশেষে অবাধ মেলামেশা করেন। এমনকী বাড়ির বাইরেও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।

advertisement

এসবের বিরোধিতা করলে রুকাইয়ার উপর শুরু হয় অত্যাচার। আমিরুদ্দিন একসময় অন্য মহিলাদের সঙ্গে মেলামেশাও শুরু করেন। বাড়িতেই বসত পানাহারের আসর। শ্বশুরবাড়ির লোকজন রুকাইয়াকে পুড়িয়ে মারার চেষ্টা করেন বলেও অভিযোগ। মারাত্মক জখম অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করেন তাঁকে। দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা চলে। তার পরে দ্বারভাঙ্গায় ফিরে আসেন রুকাইয়া। ২০২১ সালে দ্বারভাঙ্গা মহিলা থানায় এবিষয়ে এফআইআর দায়ের করেন।

advertisement

আরও পড়ুন: নিউইয়র্ক মডেল অডিটোরিয়াম এখন বিহারে! বিশেষত্ব জানলে চমকে যাবেন

পুলিশি তদন্তে রুকাইয়ার দাবি অনেকাংশে সত্য বলে প্রমাণিত হয়। দিল্লি থেকে গ্রেফতার করা হয় আমিরুদ্দিন ও তাঁর শ্যালক তাহেরকে। জানা গিয়েছে, রুকাইয়ার নন্দাই তাহির হাসান একজন আন্তর্জাতিক ট্যাটু শিল্পী। ‘ট্যাটুম্যান’ হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। দেশ-বিদেশের বহু প্রভাবশালী পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে তাহেরের।

advertisement

রুকাইয়ার কাকা ইজহার আলম মুন্না জানান, রুকাইয়া পরিবারের বড় মেয়ে। মেয়ের সুখের জন্য জমিজমা বিক্রি করে দিল্লিতে ফার্ম হাউস ভাড়া করে মুসলিম রীতি অনুসারে জাঁকজমক করে বড় পরিবারে বিয়ে দেওয়া হয়েছিল তাঁর। লাখ লাখ টাকার গয়না, গাড়ি যৌতুক দেওয়া হয়। রুকাইয়ার পরিবারের অভিযোগ, আমিরুদ্দিন ও তাঁর পরিবার নারী পাচারের সঙ্গে যুক্ত। তাহির তাঁর প্রভাব খাটিয়ে নানাভাবে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ।

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

দ্বারভাঙ্গার এসপি আকাশ কুমার জানিয়েছেন ২০২১ সালে ৪৯৮ ধারায় এফআইআর দায়ের করা হয়েছিল। তারপরেই দিল্লি থেকে গ্রেফতার করে দ্বারভাঙ্গায় আনা হয় তাহির এবং আমিরুদ্দিনকে- ঘটনার তদন্ত চলছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Crime news : স্ত্রী আধুনিকা নন, তাই পুড়িয়ে মারার চেষ্টা! দিল্লির ঘটনা শুনলে হতবাক হবেন আপনিও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল