আরও পড়ুন-পার্টিতে যাওয়া মেয়েদের এই ছবিতে লুকিয়ে রয়েছে বড় রহস্য; খেয়াল করে দেখলে চমকে উঠবেন!
সোনার পরিমাণ দেখে চমকেই উঠেছিলেন কাস্টমস আধিকারিকরা ৷ সোনা উদ্ধার হওয়ার পর তার বাজারদর আরও চমকে দেওয়ারই মতো ৷ এক কোটি টাকারও বেশি দামের সোনা ছিল ওই যাত্রীর কাছে ৷ মোট ২৩৩০ গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্ত যাত্রীর কাছ থেকে ৷
advertisement
ধরা পড়ার পর জেরায় ওই যাত্রী জানিয়েছেন, এর আগেও চারবার ওই একইভাবে সোনা পাচার করেছেন তিনি ৷ সব মিলিয়ে যার মূল্য ২.৬ কোটি টাকার আশপাশে হবে ৷ কিন্তু এবার আর পারলেন না ৷ বিমানবন্দরের কাস্টমস আধিকারিকদের চোখে ধুলো দিতে ব্যর্থ সে ৷ তাকে গ্রেফতার করা হয়েছে ৷
সম্প্রতি দুবাই এবং প্যারিস থেকেও এভাবে সোনা পাচার করে দেশে ঢুকেছিল দুই যাত্রী ৷ দিল্লি বিমানবন্দরে ধরা পড়ে যায় তারা ৷ তবে সেই সোনার মূল্য ছিল ৭০ লক্ষ টাকার কাছাকাছি ৷ এবার যে যাত্রী ধরা পড়েছে, তার কাছে আরও বেশি পরিমাণ সোনা উদ্ধার হয়েছে ৷