TRENDING:

Crime News: বান্ধবী অন্য ছেলের সঙ্গে পার্কে ঘুরছে! প্রশ্ন করতেই নতুন প্রেমিকের কাছে মার খেল পুরনো প্রেমিক

Last Updated:

Crime News: ছেলেটি বহু বছর ধরেই একটি মেয়ের সঙ্গে প্রেম করছিল। তার দাবি, সম্পর্কে কোনও সমস্যা ছিল না। পরস্পরকে খুব ভালবাসত তারা। এক দিন প্রেমিকাকে অন্য এক ছেলের সঙ্গে দেখে ফেলে যুবকটি। বিস্তারিত জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: গার্লফ্রেন্ডের সঙ্গে নতুন প্রেমিককে দেখতেই চমকে গিয়েছিল প্রেমিক। ২৪ বছর বয়সী যুবক তাকে সরাসরি গিয়ে সেই বিষয়ে প্রশ্ন করে। আর তারপর যা ঘটল, তা সবাইকে চমকে দিল। ওই যুবককে উল্টে মার খেতে হল।
বান্ধবী অন্য ছেলের সঙ্গে পার্কে ঘুরছে! প্রশ্ন করতেই নতুন প্রেমিকের কাছে মার খেল পুরনো প্রেমিক
বান্ধবী অন্য ছেলের সঙ্গে পার্কে ঘুরছে! প্রশ্ন করতেই নতুন প্রেমিকের কাছে মার খেল পুরনো প্রেমিক
advertisement

দক্ষিণ বেঙ্গালুরুর পদ্মনাভনগরের ঘটনা। সত্যি বলতে, ছেলেটি বহু বছর ধরেই একটি মেয়ের সঙ্গে প্রেম করছিল। তার দাবি, সম্পর্কে কোনও সমস্যা ছিল না। পরস্পরকে খুব ভালবাসত তারা। এক দিন খুব সকালে পদ্মনাভনগরে তার প্রেমিকাকে অন্য এক ছেলের সঙ্গে দেখে ফেলে যুবকটি। বুক ফেটে যায় তার। মনে তীব্র আঘাত লাগে।

আরও পড়ুন: ‘হ্যালো, হোটেলে আছি, একা এসো…’, বিয়ের আগে হোটেলে বরকে ডাকে মেয়েটি, ফাঁদে পা দিতেই কেলেঙ্কারি!

advertisement

টাইমস অফ ইন্ডিয়ার সংবাদ অনুসারে, ঘটনাটি মঙ্গলবারের। যুবকটির সন্দেহ হয় যে, তার প্রেমিকার সেই ছেলেটির সঙ্গে সম্পর্ক রয়েছে। প্রেমিকাকে অন্য কারও সঙ্গে দেখেই যুবকটি তাদের কাছে যায়। তারপর সে তার প্রেমিকাকে জিজ্ঞেস করল, “তুমি এখানে কী করছ, এই ছেলেটাই বা কে?” প্রেমিকার নতুন বয়ফ্রেন্ড সেখানেই উপস্তিত ছিল। যখন যুবকটি তার প্রেমিকাকে প্রশ্ন করছিল, তখন নতুন বয়ফ্রেন্ড তাদের মাঝখানে চলে আসে৷ মেয়েটির পক্ষ নিয়ে সে যুবকের সঙ্গে তর্ক করতে থাকে।

advertisement

এরপর দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হল। সেই সময় মেয়েটি পুরনো প্রেমিককে  বলে যে, সে তার বর্তমান প্রেমিককে ভালবাসে। তাই সে যেন এবার তাকে একা ছেড়ে দেয়। এরপর নতুন প্রেমিক গালাগালি দিতে শুরু করে যুবকটিকে৷ আর এটা শুনেই রেগে যায় যুবকটি। কিন্তু সে কিছুই করেনি। উল্টে নতুন প্রেমিকটি তার মুখে বার বার ঘুষি মারতে শুরু করে।

advertisement

আরও পড়ুন: ডালিয়া খেতেই সর্বনাশ, মৃত দুই মহিলা! বিষক্রিয়ার শিকার একাধিক

এরপর যুবকটি ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি তার ভাইকে ফোন করে। এই সময় যুবকটি মেয়েটির নতুন বয়ফ্রেন্ড রাস্তায় ফেলে মারধর শুরু করে৷ সে পাথর দিয়েও তার মাথায় আঘাত করে। যুবকের ভাই ঘটনাস্থলে পৌঁছে তাকে বাচানোর চেষ্টা করলে, তাকে মারধর করা হয় বলে অভিযোগ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

ঘটনাটি পুলিশের কাছেও পৌঁছায়। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন যে ভারতীয় দণ্ড সংহিতার ১১৮ (ক্ষতিকর অস্ত্র বা সরঞ্জাম দ্বারা ইচ্ছাকৃত চোট বা গুরুতর চোট), ১১৫ (ইচ্ছাকৃত চোট), এবং ৩৫২ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: বান্ধবী অন্য ছেলের সঙ্গে পার্কে ঘুরছে! প্রশ্ন করতেই নতুন প্রেমিকের কাছে মার খেল পুরনো প্রেমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল