Food Poison: ডালিয়া খেতেই সর্বনাশ, মৃত দুই মহিলা! বিষক্রিয়ার শিকার একাধিক

Last Updated:

Women Died After Eating Dalia: ডালিয়া কম বেশি আমরা সবাই খাই। তবে এই ডালিয়াই এবার জীবন কেড়ে নিল দুই মহিলার। বিষাক্ত ডালিয়া খেয়ে সঙ্কটজনক অবস্থায় একাধিক।

 আমি দিয়ে ডালিয়া খেতেই সর্বনাশ, মৃত দুই মহিলা! বিষক্রিয়ার শিকার একাধিক
আমি দিয়ে ডালিয়া খেতেই সর্বনাশ, মৃত দুই মহিলা! বিষক্রিয়ার শিকার একাধিক
ওড়িশা খবর: আমরা প্রত্যেকেই জীবনে বহুবার ডালিয়া খেয়েছি। এমনকি প্রায়শই হাসপাতালগুলিতে রোগীদের হালকা খাবার দেওয়ার জন্য শুধুমাত্র ডালিয়া দেওয়া হয়। কিন্তু কখনও শুনেছেন এটা খেয়ে কেউ মারা যেতে পারে বা গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে? বৃহস্পতিবার ওড়িশার কান্ধমাল জেলায় একই রকম একটি ঘটনা প্রকাশ্যে আসে। এখানে দু’জন মহিলা মারা গেলেন এবং ছয়জন আম ডালিয়া খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে তাদের অবস্থাও বেশ  গুরুতর।
এখন প্রশ্ন উঠছে, এমন কী ছিল এই ডালিয়ায় যে এত বড় ঘটনা হয়ে গেল। পুলিশ জানিয়েছে, আমের বীজ থেকে এই ডালিয়া তৈরি করা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন যে দারিংবাড়ি ব্লকের মান্দিপাঙ্কা গ্রাম থেকে আমের বীজ থেকে তৈরি ডালিয়ার  বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে। দুধ বা জলে ফুটিয়ে এই ডালিয়া তৈরি করা হয়। গদাপুরের সরপঞ্চ কুমারী মালিক জানান, বৃহস্পতিবার রাতে গজপতি জেলার মোহনা কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় দুই মহিলার একজনের মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
পঞ্চায়েত সদস্য জানান, অসুস্থ হয়ে পড়ার পর শুক্রবার সকালে আর এক মহিলাকে এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তার মৃত্যু হয়।
স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ সুব্রত দাস জানান, আমের ডালিয়া খেয়ে অসুস্থ হয়ে পড়া আরও ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, “সঙ্কটজনক অবস্থায় ছয়জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের সন্দেহ, ডালিয়া বিষাক্ত হওয়ায় সবাই অসুস্থ হয়ে পড়েছেন। তদন্ত শেষ হলে রোগের সঠিক কারণ জানা যাবে।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Food Poison: ডালিয়া খেতেই সর্বনাশ, মৃত দুই মহিলা! বিষক্রিয়ার শিকার একাধিক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement