তার অভিযোগ বিজেপি (BJP) সরকার আসার পর লোকসভা নির্বাচন-সহ সব ভোট প্রহসন হয়ে গিয়েছে। তিনি অভিযোগ করেন, গত ২৫ তারিখ ভোটের দিন যা ঘটেছে, তা রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়। স্বৈরতন্ত্রের শাসন আরও শক্ত ভিতের ফর প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চলছে।
আরও পড়ুন: জামিন পেলেও হাজিরার নির্দেশ, NCB-র কাছে শাহরুখ পুত্র আরিয়ানকে দেখতে উপচে পড়া ভিড়! দেখুন
advertisement
তিনি কিছুটা কটাক্ষের সুরেই বলেছেন, "এত কিছুর পরেও দেশের প্রধানমন্ত্রী অভিনন্দন জানাচ্ছেন ত্রিপুরা বিজেপিকে। এর থেকে লজ্জার কিছু হতে পারে না।" ফল ঘোষণার নামেও প্রহসন হয়েছে বলে তাঁর অভিযোগ। আগামীদিনে এই অবস্থা থেকে ত্রিপুরাকে উদ্ধার করতে হবে বলে রাজ্যের সমস্ত বাম কর্মীদের আহ্বান করেছেন মাণিক সরকার। এটা সংবিধানের বিরুদ্ধে আক্রমন বলেও মনে করেন তিনি।
আরও পড়ুন: মোদিজিও ভয় পান! জাভেদ-মেধাদের পাশে নিয়ে দিন বদলের ডাক তৃণমূলনেত্রীর
অন্য দিকে ভোটের ফলের শতাংশ নিয়ে যা দেখানো হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবীন বাম নেতা। অর্ধেক মানুষ নিজের ভোট দিতে পারেনি।অর্ধেকের বেশি জালিয়াতি হয়েছে। তার বক্তব্য, "ভোট হল না, ছাপ্পা ভোট হয়েছে। এর ফলে কে ১, ২, ৩ হয়েছে তা নিয়ে শুধু শুধু সময় নষ্ট করতে চাই না। মাণিকবাবুর কথায় স্পষ্ট, বামেরা এই পুরভোটের ফলটাকে গ্রহণ করছে না৷ আগামী দিনে বিধানসভা ভোট। তার আগে মাণিক সরকারের বক্তব্য, "আমরা মানুষের সঙ্গে আছি। সে ভাবেই থাকব।পুলিশকে কাঠের পুতুল বানিয়ে রেখেছে বর্তমান সরকার। আমাদের সময়ে এমনটা হত না।" বিজেপি-র কথার খুব বেশি গুরুত্ব দিতে গেলে ঠকে যেতে হবে বলেও বুধবার কটাক্ষ করেন তিনি। তবে তৃণমূল যে বিরোধী ভোটে বেশ কিছুটা থাবা বসিয়েছে, সে কথা মানতে এখনও নারাজ মানিক সরকার।
আবীর ঘোষাল