TRENDING:

কংগ্রেস, বিজেপিকে হারিয়ে হিমাচলে জিতল সিপিআইএম

Last Updated:

গুজরাতে বিজেপির জয়ের ডঙ্কা ৷ হিমাচলের বেশিরভাগ আসনকেই নিজের দখলে করে নিয়েছে বিজেপি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিমলা: গুজরাতে বিজেপির জয়ের ডঙ্কা ৷ হিমাচলের বেশিরভাগ আসনকেই নিজের দখলে করে নিয়েছে বিজেপি ৷ অন্যদিকে হিমালয়ে ধরাশায়ী হয়েছে কংগ্রেস ৷ তবে এরই মাঝে বিজেপি ও কংগ্রেসকে হারিয়ে হিমাচলের একটি আসন নিজের দখলে নিয়েছে সিপিআইএম ৷ সিমলার থিয়োগ বিধানসভাকেন্দ্রে সিপিআইএম প্রার্থী রাকেশ সিং প্রায় ১০ হাজার ভোটে জয়ী হয়েছেন ৷ অন্য দিকে এই কেন্দ্রে হেরেছেন কংগ্রেস প্রার্থী বিদ্যা ৷
advertisement

হাতের ‘হাত’ ছাড়া হিমাচল প্রদেশ ৷ বীরভদ্র সিংয়ের কংগ্রেসিরাজকে সরিয়ে পাহাড়ে গেরুয়া গর্জনে ফুটল পদ্মফুল ৷ কিন্তু এই পদ্মফুলে কাঁটা হিসেবে ফুটল বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমকুমার ধুমলের পরাজয় ৷

শেষ পাওয়া খবর অনুযায়ী প্রতিদ্বন্দ্বী রাজেন্দ্রর রাণার থেকে প্রায় ৩০০০ ভোটে পিছিয়ে প্রেমকুমার ধুমল ৷ বিজেপি রাজ্যের দখল নিলেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর পরাজয়ে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির ৷ যে ধুমলকে মুখ্যমন্ত্রী পদে প্রার্থী করে বীরভদ্রের সরকারকে উৎখাত করতে চেয়েছিল বিজেপি, আজ তার হারে কিছুটা হলেও মুখ পুড়ল মোদি-অমিত শাহ শিবিরের ৷

advertisement

পালাবদল হলেও হিমাচলে নিষ্কণ্টক জয় এল না বিজেপির। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমকুমার ধুমল পরাজিত হলেন। ধুমলের ঘনিষ্ঠ দলের রাজ্য সভাপতি সতপাল সাত্তিও জয়ের মুখ দেখলেন না। টানটান লড়াইয়ের পর শেষ হাসি হাসে পদ্ম শিবির। হিমাচলে পরাজয়ের জন্য ইভিএম কারচুপিকেই দায়ী করলেন কংগ্রেস নেতৃত্ব।

হিমাচল প্রদেশে কংগ্রেসকে হারিয়ে দলের বিপুল জয়ে উচ্ছ্বাসের থেকে এখন চিন্তার ভাঁজও বড় হয়ে দেখা দিয়েছে শীর্ষ নেতাদের কপালে ৷ প্রেমকুমার ধুমলের হারের পর বিজেপি সরকারে মুখ্যমন্ত্রী পদের পদপ্রার্থী হিসেবে কোন প্রতিশ্রুতিবান নেতাকে বাছাই করবে দল এখন সেটাই প্রশ্ন ৷ হিমাচল প্রদেশে বিজেপির মুখ হিসেবে সামনে রাখা হয়েছিল ধুমলকেই ৷ এখন তাঁরই হার, বিজেপির জয়ে এক মুঠো চোনা ৷

advertisement

হিমাচল প্রদেশে গত ৯ নভেম্বর মোট ৩৩৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন ৷ পাহাড়ি রাজ্যের মোট ৩৭,৮৩,৫৮০ জন মানুষ ভোট দিয়েছিলেন ৷ এবছর হিমাচলে ভোট পড়েছে ৭৫.২৮ শতাংশ ৷ যা নতুন রেকর্ডও বটে ৷ হিমাচলে কংগ্রেসের যে পরাজয় হচ্ছে, তা অধিকাংশ এক্সিট পোলেই স্পষ্ট হয়ে যায় ৷ ২০১২ সালে শেষ বিধানসভা নির্বাচনে ৬৮টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল ৩৬টি আসনে ৷ বিজেপি-র দখলে ছিল ২৬টি ৷ নির্দল জিতেছিল ৬টি আসনে ৷ এবছর পুরো চিত্রটাই বদলাতে সফল টিম মোদি ৷

advertisement

দেবভূমিতে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতা দখল করল গেরুয়া শিবির ৷ এর সঙ্গে সঙ্গেই দেশের ২৯টি রাজ্যের মধ্যে ১৯টিতেই প্রতিষ্ঠিত হল গেরুয়া রাজ ৷

বাংলা খবর/ খবর/দেশ/
কংগ্রেস, বিজেপিকে হারিয়ে হিমাচলে জিতল সিপিআইএম