গোরক্ষার জিগির তুলে গণপিটুনি, খুন। বারবার এমন ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। বছর প্রধান বিচারপতি দীপক মিশ্রা, বিচারপতি অমিতাভ রায় এবং বিচারপতি এএম খানবিলকরের বেঞ্চ সাফ জানিয়ে দেয় তাণ্ডব রুখতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে ৷ কেন্দ্রের পাশাপাশি রাজ্যগুলিকেও কঠোর হতে হবে ৷
এরপরও বন্ধ হয়নি গোরক্ষার নামে মানুষ খুন। জুন, ২০১৮, উত্তরপ্রদেশের হাপুরে পশু ব্যবসায়ীকে পিটিয়ে খুন করে গোরক্ষকরা ৷ পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগও ওঠে ৷
advertisement
সুপ্রিম কোর্ট গোরক্ষকদের তাণ্ডবে রাশ টানতে বললেও তা মানছে না কয়েকটি রাজ্য। কাঠগড়ায় বিজেপি শাসিত রাজস্থান, হরিয়ানা ও উত্তরপ্রদেশ। বিষয়টি ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহাত্মা গান্ধির বংশধর তুষার গান্ধি। সংশ্লিষ্ট তিন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন তিনি। মঙ্গলবার মামলার শুনানি হয় প্রধান বিচারপতি দীপক মিশ্রা, বিচারপতি এএম খানবিলকর এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। আদালতের পর্যবেক্ষেণ, 'গোরক্ষার নামে যা চলছে, তা আদতে সংগঠিত হিংসা ৷ এই তাণ্ডব কোনও মতেই গ্রহণযোগ্য নয় ৷ এমন ঘটনা যাতে না ঘটে, তা রাজ্যগুলিকেই নিশ্চিত করতে হবে ৷'
এদিন মামলার রায়দান স্থগিত রেখেছে আদালত। জবাবদিহি চাওয়া হয়েছে রাজস্থান, হরিয়ানা ও উত্তরপ্রদেশ-এর কাছ থেকে ৷
