এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মার বেঞ্চে ছিল অনুব্রত মণ্ডলের জামিন আবেদনের শুনানি। কিন্তু, বিচারপতি ছুটিতে থাকায় এদিন শুনানি হয়নি। ইডি এবং অনুব্রত উভয়পক্ষের আইনজীবীর সম্মতিতে পরবর্তী শুনানির দিন ২৯ মার্চ হিসাবে স্থির করা হয়েছে। তবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই থাকছেন অনুব্রত।
আরও পড়ুন: দিল্লিতে জারি পোস্টার যুদ্ধ! নরেন্দ্র মোদির পরে এবার কেজরীওয়াল বিরোধী পোস্টার
advertisement
আরও পড়ুন: এবার কি গ্রিন হচ্ছে কলকাতার ইয়েলো ট্যাক্সি! নতুন করে কোন বদলের ইঙ্গিত?
জানা গিয়েছে, দুই মাস পেরিয়ে গেলেও গরুপাচার কাণ্ডে এখনও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়নি। এর উপরে রাউস অ্য়াভিনিউ আদালতের এক্তিয়ার, ইডির গ্রেফতারের পদ্ধতি, প্রোডাকশন ওয়ারেন্টর বৈধতা- এই চারটি বিষয়কে হাতিয়ার করে আদালতে তাঁর মক্কেলের হয়ে জামিনের আবেদন করতে চান অনুব্রত মণ্ডলের আইনজীবী। সওয়ালের অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টিকেও তুলে ধরা হবে বলে সূত্রের খবর। এর আগে গত ১৭ মার্চ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল।