এই খবর সামনে আসতেই জয়পুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। SMS হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার এক অজানা রোগী মারা যান এবং তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। হাসপাতাল প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে জানা যাবে তিনি করোনা ভাইরাসের কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন।
আরও পড়ুন: অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন থেকে প্রসাদ বুকিং! জেনে রাখুন দারুণ কাজের এই ৫ টিপস…
advertisement
২৬ মে রাজস্থানে করোনা আপডেট – ২৬ মে তারিখে রাজস্থানে নতুন করে ৮ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে ৩টি জোধপুর AIIMS-এ, এবং বাকি এক-একটি করে SNMC জোধপুর, RNT উদয়পুর, রাজস্থান হাসপাতাল (জয়পুর), B. Lal ল্যাব (জয়পুর), এবং EHCC (জয়পুর)-এ শনাক্ত হয়েছে। আক্রান্তরা ২৬ থেকে ৫৫ বছর বয়সী।
আক্রান্তদের তালিকা: ২৬ বছর বয়সী মহিলা, ডিডওয়ানা, ৪০ দিনের শিশু, ৫৫ বছর বয়সী মহিলা, জোধপুর, ৫৫ বছর বয়সী পুরুষ, জোধপুর, ২৯ বছর বয়সী মহিলা, উদয়পুর, ২৬ বছর বয়সী পুরুষ, জয়পুর, ৩৫ বছর বয়সী পুরুষ, জয়পুর, ৩৬ বছর বয়সী মহিলা, জয়পুর৷
২৫ মে (রবিবার) রাজ্যে ৩টি নতুন সংক্রমণ ধরা পড়ে—একটি জোধপুর, একটি উদয়পুর এবং একটি জয়পুরে। আক্রান্তদের মধ্যে একজন ২ মাসের শিশু, যিনি বর্তমানে জোধপুর AIIMS-এর NICU-তে ভর্তি রয়েছেন। শিশুটি নাগৌরের ডিডওয়ানা এলাকার।
এ বছর এখনো পর্যন্ত রাজস্থানে মোট ২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। একজন মৃত ব্যক্তি ছিলেন ২৬ বছর বয়সী, জয়পুরের বাসিন্দা এবং টিবি রোগে আক্রান্ত। তিনি গত দুই মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং ২৫ মে তার মৃত্যু হয়। ২৪ মে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।