নতুন কেসের সঙ্গে সঙ্গে, ভারতের অ্যাক্টিভ কেসের সংখ্যা বর্তমানে ৫৭,৫৪২-এ পৌঁছেছে যা মোট সংখ্যার ০.১৩ শতাংশ। দেশের মোট কোভিড সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৪.৪৮ কোটি (৪,৪৮,১৮,১১৫)।
আরও পড়ুনঃ রবিবার সিবিআই ডেরায় কেজরিওয়াল! 'গ্রেফতার হতে পারি ', বিরাট আশঙ্কা
মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে কারণে মৃতের সংখ্যা বেড়ে ৫,৩১,১১৪-এ দাঁড়িয়েছে। বর্তমানে মৃত্যুর হার ১.১৯ শতাংশ। আজ সকাল ৮টার তথ্য অনুসারে, দিল্লিতে মৃত্যু হয়েছে পাঁচজনের, ছত্তিশগড় এবং রাজস্থানে তিনজনের, দুজনের কর্ণাটক ও মহারাষ্ট্রের এবং একজন করে হরিয়ানা, ওড়িশা, তামিলনাড়ু এবং উত্তরাখণ্ডে। এবং কেরালায় চারজনের মৃত্যু হয়েছে।
advertisement
ভারতে গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৬২৪৮ এবং সামগ্রিক সুস্থতার সংখ্যা ৪,৪২,২৯,৪৫৯। বর্তমানে করোনাভাইরাসে সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ।
আরও পড়ুনঃ ফের সতর্কতা, দেশে বাড়ছে কোভিডের চোখ রাঙানি, একদিনে আক্রান্ত প্রায় সাড়ে ৭ হাজার
যদিও সুস্থতার সংখ্যা অনেকটাই বেড়েছে যা বেশ স্বস্তির। কিন্তু অপরদিকে মৃত্যুর হার ১.১৯ শতাংশতে পৌঁছানোয়, স্বাস্থ্য মন্ত্রক বেশ চিন্তিত। মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান অভিযানের অধীনে এ পর্যন্ত দেশে ২২০.৬৬ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।