TRENDING:

Covid Rapid Testing Kit: বাড়িতে নিজেই নিজের করোনা পরীক্ষা করতে গিয়ে এই ভুলগুলি করছেন না তো?

Last Updated:

Covid Testing at Home: খুব সহজে বাড়িতে নিজেই পরীক্ষা করা যাচ্ছে এই টেস্ট কিটের (self-testing kit) মাধ্যমে। নিকটস্থ ওষুধের দোকানে সহজলভ্য এই কিট ব্যবহার হাসপাতালে লাইন দিয়ে করোনা পরীক্ষার পরিমাণ কিয়দংশে কমিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কোভিড-১৯ তৃতীয় ঢেউয়ের মুখোমুখি ভারত। দ্রুতহারে ফের বাড়ছে করোনা সংক্রমণ! যাদের ফ্লু-এর নানা উপসর্গ রয়েছে তাদের Covid-19 সংক্রমিত হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এই আশঙ্কাজাত আতঙ্ক থেকেই বেড়েছে করোনা টেস্টের পরিমাণ। ফলে চাপ বেড়েছে স্বাস্থ্যকর্মীদের উপর। এই চাপ কমাতেই বাজারে এসেছে র‍্যাপিড টেস্টের কিট (Covid rapid testing kits)।
Rapid Test Kit- নিজেই করুন নিজের করোনা পরীক্ষা
Rapid Test Kit- নিজেই করুন নিজের করোনা পরীক্ষা
advertisement

খুব সহজে বাড়িতে নিজেই পরীক্ষা করা যাচ্ছে এই টেস্ট কিটের (self-testing kit) মাধ্যমে। নিকটস্থ ওষুধের দোকানে সহজলভ্য এই কিট ব্যবহার হাসপাতালে লাইন দিয়ে করোনা পরীক্ষার পরিমাণ কিয়দংশে কমিয়েছে। কিন্তু কতজন মানুষ সচেতন ভাবে ঘরে এই পরীক্ষা করছেন তা চিন্তার বিষয়।

আরও পড়ুন- করোনায় আক্রান্ত? কতদিন পর নিতে পারবেন এই নয়া বুস্টার ডোজ?

advertisement

উদ্বেগের প্রধান কারণ হল, যে সমস্ত মানুষ বাড়িতে পরীক্ষা করছেন এবং কোভিড পজিটিভ হচ্ছেন তারা কর্তৃপক্ষকে জানাচ্ছেন না। এ কারণে এ ধরনের সংক্রমণগুলি নথিভুক্তই হচ্ছে না। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, বৃহৎ মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (বিএমসি) অতিরিক্ত কমিশনার সুরেশ কাকানি একটি সংবাদ সংস্থাকে বলেন, “হোম টেস্টিং কিট থেকে কোনও তথ্য নথিভুক্ত হচ্ছে না। এটি কিন্তু আসলে একটি স্ক্রিনিং পরীক্ষা, নিশ্চিত করার পরীক্ষা নয়। যারা এই বাড়িতে পরীক্ষার কিট ব্যবহার করছেন তাদের সম্পর্কে আমরা জানিই না। তাদের পজিটিভ রিপোর্ট এলেও যদি তারা  আইসোলেশনের নিয়ম অনুসরণ না করে তবে তারা তাদের ঘনিষ্ঠ পরিচিতদের সংক্রামিত করবে।”

advertisement

আরও পড়ুন- আক্রান্ত কমলেও, বেড়েছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু! জানুন দেশের করোনা আপডেট

যদি ঘরে বসে নিজেই নিজের করোনা পরীক্ষা করতে চান তাহলে কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে।

• প্রথম ধাপ: যে স্থানে করোনা পরীক্ষা করবেন সেই জায়গাটি যাতে যথাযথভাবে স্যানিটাইজড হয় তা নিশ্চিত করুন।

• দ্বিতীয় ধাপ: টেস্টিং কিটের প্যাকেট খোলার আগে তা পরিষ্কার এবং স্যানিটাইজ করুন।

advertisement

• তৃতীয় ধাপ: সাবান দিয়ে নিজের হাত ভালোভাবে ধুয়ে নিন এবং তারপরে কিটের ভেতরে জিনিসগুলি বের করে একটি স্যানিটাইজড জায়গায় রাখুন।

• চতুর্থ ধাপ: টেস্টিং কিটের বিবরণ পড়ুন এবং প্রয়োজনীয় অ্যাপটি ডাউনলোড করে তাতে সমস্ত প্রয়োজনীয় বিবরণ লিখুন।

• পঞ্চম ধাপ: করোনা পরীক্ষা করার পরে, আপনি সংক্রামিত কিনা তা পরীক্ষা করতে মোবাইল অ্যাপে দেওয়া মাপ অনুসরণ করুন।

advertisement

• ষষ্ঠ ধাপ: পরীক্ষার কিটটি তার সমস্ত উপাদান একটি নির্দিষ্ট ব্যাগে রাখুন এবং ডাস্টবিনে ফেলে দিন।

আপনি যদি কোভিড-১৯ পজিটিভ হয়ে থাকেন, তাহলে অবশ্যই হোম আইসোলেশনে থাকুন। যদি উপসর্গ থেকে থাকে, কিন্তু পরীক্ষায় নেগেটিভ ফল দেখায়, তাহলে RT-PCR পরীক্ষা করান। বাড়িতে পরীক্ষা করার কিটগুলি সম্পর্কে বিশদে জানতে, ICMR-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।

বাংলা খবর/ খবর/দেশ/
Covid Rapid Testing Kit: বাড়িতে নিজেই নিজের করোনা পরীক্ষা করতে গিয়ে এই ভুলগুলি করছেন না তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল