উত্তরপ্রদেশের কানপুরের ঘটনা৷ ছেলেটির বয়স ২১৷ মেয়েটির ১৯৷ প্রেমিকের স্কুটারের পিছনে বসে চাউমিন খাচ্ছিল মেয়েটি৷ চালকের আসনে বসে ছেলেটিও৷ হঠাৎ করেই তাঁদের দেখে ফেলে ছেলেটির বাবা-মা৷ তারপর স্কুটি থেকে নামিয়ে দু’জনকে চরম চড় থাপ্পড়৷
পুলিশ জানিয়েছে, রোহিত নামের ওই ছেলেটি তাঁর বান্ধবীর সাথে চাউমিন খাচ্ছিলেন, ঠিক তখনই তাঁর বাবা-মা – শিবকরণ এবং সুশীলা – ঘটনাস্থলে আসেন। রোহিতের বাবা-মা এই সম্পর্ক মেনে নেননি৷ তাঁরা প্রকাশ্যেই রোহিত এবং তাঁর বান্ধবীকে মারধর শুরু করেন।
advertisement
ভিডিওয় দেখা যাচ্ছে, সুশীলা তরুণ দম্পতিকে মারধর করছেন৷ স্কুটি নিয়ে পালানোর চেষ্টা করছেন রোহিত। স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা যখন তাদের ছাড়ানোর চেষ্টা করছেন, তখন তাঁকে মহিলার চুল ধরে ফেলতেও দেখা যাচ্ছে। রোহিতের বাবাকেও চটি দিয়ে মারতে দেখা যাচ্ছে তাঁকে৷
ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ গুজৈনী থানা এলাকার রামগোপাল মোড়ে ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: বাণিজ্য-যুদ্ধ শুরু! পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা জারি ভারতের, আজ থেকেই বন্ধ সব
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “এক্ষেত্রে, পুলিশ উভয় পক্ষকে কাউন্সেলিং করার পর আলাদা করেছে এবং আরও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে৷”