"দেশকে যারা লুটেছে তাদের ফেরৎ দিতে হবে" মোদি তাঁর ভাষণে বলেন, দেশের অনেকেই চুরি করে লুটেপুটে তা নিজের কাছে রেখে দিচ্ছে। দেশে দুর্নীতির টাকা উদ্ধার করা হচ্ছে, এগুলি দেশের কাজে লাগানো হবে। দেশকে যারা লুটেছে তাদের ফেরৎ দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠতে হবে। উই পোকার মতো দুর্নীতি দেশকে শেষ করে দিচ্ছে। আমার দেশবাসীর যারা চুরির টাকা লুটেছে তাদের সেই টাকা ফেরত দিতে হবে। কাউকে রেয়াত করা হবে না। অনেকেই দুর্নীতির পরেও, তাঁদের নেতাদের সমর্থন করছেন। এভাবে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে দুর্নীতি। তা বরদাস্ত করা হবে না।"
advertisement
প্রধানমন্ত্রী বলেন, “আজ আমরা দুটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি - 'দুর্নীতি' এবং 'পরিবারতন্ত্র' বা স্বজনপ্রীতি। দুর্নীতি দেশকে ঘুণপোকার মতো শূন্য করে দিচ্ছে। আমাদের এর সঙ্গে লড়াই করতে হবে। আমাদের প্রতিষ্ঠানের শক্তি উপলব্ধি করতে এবং সিস্টেম থেকে নির্মূল করতে এবং যোগ্যতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের স্বজনপ্রীতি (পরিবারবাদ)র বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে,”।
মোদি বলেন, "জাতি দুর্নীতিকে বরদাস্ত করবে না, তবে দুর্নীতিবাজদেরও কোনও স্থান হবে না। “কখনও কখনও একাংশের উদারতা তাদের জন্য তৈরি করা হয় যারা আদালত দ্বারা দোষী সাব্যস্ত । এমনটা করা উচিত নয়।”
স্বাধীনতার ৭৫ বছর পূর্তির উদযাপনে অমৃত মহোৎসব-এর উদযাপন গত ১৩ অগাস্ট শুরু করেছিল নরেন্দ্র মোদি সরকার৷ স্বাধীনতার ৭৫ বছর থেকে ১০০ বছরের যাত্রাকে অমৃত কাল বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
কঠোর নজরদারি, বৃষ্টির পূর্বাভাস! ৭৫তম স্বাধীনতা দিবসে আজ লালকেল্লায় ভাষণ প্রধানমন্ত্রী মোদির
আজ স্বাধীনতা দিবসের সকালে নিয়ম মতো লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নত ভারত নির্মাম, সব অর্থেই গোলামি বন্ধ করে একশো শতাংশ স্বাধীন বোধ করা, নিজেদের ঐতিহ্য এবং অতীত নিেয় গর্ব বোধ করা, একতা এবং নাগরিকদের কর্তব্য পালন এই পাঁচ লক্ষ্য নিয়ে এগোবে ভারত৷ ২০৪৭ সালে স্বাধীনতার একশো বছর পূরণ হবে৷ সেকথা মাথায় রেখে এ দিনই পাঁচ সংকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদির কথায় যা 'পাঁচ প্রাণ'৷