TRENDING:

Coronavirus Kids Vaccination: ৬-১২ বয়সি শিশুদের করোনা টিকার আগে অ্যান্টিবডি টেস্ট! বুধবার বৈঠকেই কি বড় সিদ্ধান্ত?

Last Updated:

Coronavirus Kids Vaccination: কমিটির একাংশের সুপারিশ, আগে শিশুদের শরীরের রোগ প্রতিষেধক ক্ষমতা যাচাই করে তবে তাদের টিকা দান করা হোক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি :  ছয় থেকে ১২ বছর বয়সি শিশুদের করোনা টিকা প্রয়োগে বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র পাওয়ার পর টিকা দেওয়ার খুঁটিনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অন্দরে। শিশুদের টিকাদানের আগে তাদের অ্যান্টিবডি পরীক্ষা করার পরামর্শ এসেছে বিশেষজ্ঞ মহল থেকে। এই কারণে, আগে তাদের শরীরে রোগ প্রতিষেধক ক্ষমতা যাচাই করে নিয়ে তারপরেই টিকা দেওয়া হতে পারে।
৬-১২ বয়সিদের করোনা টিকাকরণ  
প্রতীকী ছবি।
৬-১২ বয়সিদের করোনা টিকাকরণ প্রতীকী ছবি।
advertisement

সূত্রের খবর, এ ব্যাপারে সরকারকে লিখিত পরামর্শ দিতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ দাতা সংস্থা এনটিজিএআই। ক'দিন আগেই ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকাকে ৬-১২ বছর বয়সিদের জন্য প্রয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে ‌ তবে, এখনও টিকাদান কর্মসূচি ঘোষণা হয়নি।

কমিটির একাংশের সুপারিশ, আগে শিশুদের শরীরের রোগ প্রতিষেধক ক্ষমতা যাচাই করে তবে তাদের টিকা দান করা হোক।

advertisement

আরও পড়ুন : বাগদা চিংড়িতে জল ভরে বাড়ছে ওজন! মাছের আড়ৎগুলিতে যা চলছে রমরমিয়ে... চক্ষু চড়কগাছ!

প্রসঙ্গত উল্লেখ্য, শিশুদের করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে কোনওরকম ঝুঁকি নিতে চায় না কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, আগামিকাল, বুধবার বৈঠকে বসছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বিষয়ক পরামর্শদাতা কমিটি। কমিটির খসড়া সুপারিশ হল - সবার আগে টিকা নিতে ইচ্ছুক শিশুদের রক্তের নমুনা পরীক্ষা করে ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের অ্যান্টিবডি পরীক্ষা করা হবে। তারপরেই তাদের টিকাকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এই বিষয়টি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে। তবে, খুবই দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

advertisement

আরও পড়ুন : কিছুক্ষণের মধ্যেই ঝড়বৃষ্টি শুরু 'এই' জেলাগুলিতে, ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যেই ফের ভাসবে দক্ষিণবঙ্গ?

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধীনে কর্মরত পরামর্শদাতা বিশেষজ্ঞরা মনে করছেন, ৫-৬ বছরের শিশুদের এখনই করোনার টিকাদান শুরু করা কতটা যুক্তিযুক্ত এবং নিরাপদ হবে, তা নিয়ে কমিটির মধ্যেই মতভেদ রয়েছে। যেহেতু ওমিক্রনের প্রভাবে নতুন করে ফের করোনা সংক্রমণের রেখাচিত্র ঊর্দ্ধগামী, সেই কারণে শিশুদের টিকা দেওয়ার আগে অ্যান্টিবডি যাচাই করা প্রয়োজন। তবে, সবদিক থেকে এখনও  বিষয়টি আলোচনার পর্যায়েই রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আগামিকাল বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সি শিশুদের টিকাকরণ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের জানুয়ারিতে এই ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। প্রবীণদের জন্য চালু করা হয়েছে বুস্টার ডোজ। এবার ৫ বছরের ঊর্দ্ধে শিশুদের টিকাদানের চিন্তাভাবনা করছে মোদি সরকার।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus Kids Vaccination: ৬-১২ বয়সি শিশুদের করোনা টিকার আগে অ্যান্টিবডি টেস্ট! বুধবার বৈঠকেই কি বড় সিদ্ধান্ত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল