লকডাউনের মধ্যেও প্রায় প্রতিদিনই দেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে৷ গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ৪৭৮ জন আক্রান্ত হয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফেই জানানো হয়েছে, দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের জমায়েত থেকে সারা দেশে এখনও পর্যন্ত ৬৪৭ জনের শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছে৷ দেশের মোট চোদ্দটি রাজ্যে এখনও পর্যন্ত এই আক্রান্তদের খোঁজ মিলেছে৷
এখনও পর্যন্ত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, দিল্লি, হিমাচল প্রদেশ, হরিয়ানা, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশ মতো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে তবলিঘি জামাতে অংশগ্রহণকারীদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়েছে৷
advertisement
এ দিনই অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ৫৫ বছর বয়সি এক প্রৌঢ়ের মৃত্যু হয়৷ করোনা আক্রান্ত হয়ে এটিই অন্ধ্রে প্রথম মৃত্যু৷ ওই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৬১৷ জানা গিয়েছে, মৃতের ছেলে দিল্লির তবলিঘি জামাতের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন৷ তাঁর থেকেই ওই প্রৌঢ়ের শরীরে সংক্রমণ ঘটেছিল৷ যার জেরে অসুস্থ হয়ে পড়েন ওই প্রৌঢ়৷