আরও পড়ুন- ভারতে বিদ্যুৎ সংকটের জেরে সমস্যায় নেপাল! বন্ধ হয়ে যেতে পারে একাধিক শিল্প
গত ২৪ ঘণ্টায় ৮৮৩ টি সক্রিয় COVID-19 সংক্রমণ বৃদ্ধি ঘয়েছে। দৈনিক কোভিড পজিটিভিটির হার ০.৭৪ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটির হার ০.৬৬ শতাংশ।
কোভিড সংক্রমণ থেকে সেরে উঠেছেন ৪,২৫,৩৩,৩৭৭ জন, যেখানে মৃত্যুর হার ১.২২ শতাংশ। দেশব্যাপী COVID-19 টিকাকরণ অভিযানের অধীনে এ পর্যন্ত দেশে প্রদত্ত ডোজ সংখ্যা ১৮৮.৮৯ কোটি ছাড়িয়েছে। ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৪ মে দুই কোটি এবং গত বছরের ২৩ জুন তিন কোটি ছাড়িয়েছে। যে ৫০ জনের মৃত্যুর খবর মিলেছে তাঁদের মধ্যে ৪৫ জনই কেরলের বাসিন্দা, দু’জন দিল্লির এবং মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ থেকে ১ জন করে আক্রান্তের মৃত্যুর খবর মিলেছে।
advertisement
আরও পড়ুন- ৩০ বছর ধরে শৌচাগারে শিঙাড়া ভাজছিল এই রেস্তোরাঁ! কড়া ব্যবস্থা নিল প্রশাসন
এখনও পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ১,৪৭,৮৪২ জন, কেরলে ৬৯,০১১ জন, কর্ণাটকে ৪০,০৯৯ জন, তামিলনাড়ুতে ৩৮,০২৫ জন, দিল্লিতে ২৬,১৭৪ জন, উত্তরপ্রদেশে ২৩,৫০৭ জন এবং পশ্চিমবঙ্গে ২১,২০১ জন৷ স্বাস্থ্য মন্ত্রক জোর দিয়েই জানিয়েছে, ৭০ শতাংশেরও বেশি মৃত্যু হয়েছে কোমর্বিডিটির কারণে।
“আমাদের পরিসংখ্যানগুলি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়েও দেখা হচ্ছে,” ওয়েবসাইটে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।