TRENDING:

Coronavirus: করোনা ও H3N2-র ডবল অ্যাটাক! হঠাৎ বাড়ছে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ

Last Updated:

করোনা ও H3N2-র ডবল অ্যাটাক!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ফের বাড়ছে করোনা। গত ২ বছরের তুলনায় মানুষের মনে করোনা নিয়ে আতঙ্ক কমেছে। বন্ধ সোশ্যাল ডিস্টেন্সিং। মাস্ক পড়া তো শিকেয় উঠেছে। ফের ভিড় জমেছে দোকানে বাজারে। তবে এসবের মাঝে ফের মাথা চাগিয়ে উঠেছে কোভিড। নতুন ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক হতে পারে তাই নিয়েই ফের আশঙ্কায় পড়েছেন চিকিৎসকরা।
কোরোনা ও H3N2-র ডবল অ্যাটাক! হঠাৎ বাড়ছে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ
কোরোনা ও H3N2-র ডবল অ্যাটাক! হঠাৎ বাড়ছে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ
advertisement

শুধু কোরনাই নয়। কোরোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে H3N2 সংক্রমণও। দুই ভাইরাসের লক্ষণ প্রায় এক। তাই বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের চিকিৎসা করতে নাজেহাল হতে হচ্ছে।

আরও পড়ুন: শিশু কোলে সন্দেহজনক ব্যক্তিটি কে! কাস্টমস অফিসাররা জিজ্ঞাসা করতেই যা কাণ্ড হল

INSACOG রিপোর্ট অনুসারে, ৭৬ টি নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে কোভিডের নতুন রূপ XBB1.16 দেখা গিয়েছে এবং এর কারণেই ফের বাড়ছে কোভিড সংক্রমণ।

advertisement

XBB1.16 হল কোভিডের একটি নতুন রূপ এর কারণে গত এক সপ্তাহে দ্রুত বেড়েছে  করোনা। ৭৬টি নমুনার জিনোম সিকোয়েন্সে পাওয়া গিয়েছে এই ভেরিয়েন্ট। তবে এই ভেরিয়েন্ট কতটা ভয়ানক হতে পারে তা নিয়ে এখনও চিন্তিত গবেষকরা।

আরও পড়ুন: কেরলে গিয়ে রাতারাতি ৭৫ লক্ষ টাকার মালিক বাংলার শ্রমিক! আতঙ্কে এ কী করে বসলেন

advertisement

চলতি বছরের জানুয়ারি মাসেই প্রথম পাওয়া যায়  XBB 1.16 ভেরিয়েন্টটি জানুয়ারিতে ২টি নমুনাতে  মেলে এই ভেরিয়েন্ট ।  ফেব্রুয়ারিতে লাফিয়ে মোট ৫৯টি নমুনায় এই ভ্যারিয়েন্ট মেলে।  মার্চ সেই সংখ্যা দাঁড়ায় ১৫। ব্রুনাই, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরেও দ্রুত বাড়ছে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভারতেও বাড়ছে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের ভয় । ইতিমধ্যেই কর্ণাটকে ৩০  মহারাষ্ট্রে ২৯, পুদুচেরি ৭ , দিল্লি ৫, তেলেঙ্গানা ২, গুজরাট ১, হিমাচল প্রদেশ ১ এবং ওড়িশা ১ নমুনা পাওয়া গিয়েছে। একদিকে করোনা অন্যদিকে H3N2  সংক্রমণ, ভাইরাস ঠেকাতে ফের পুরোনো মাস্কের অভ্যাসই সহায় হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus: করোনা ও H3N2-র ডবল অ্যাটাক! হঠাৎ বাড়ছে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল