জানা গিয়েছে, এ দিন দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুর কেওনঝড় রোড স্টেশনের কাছে৷ দুপুর বেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হতে দাঁড়িয়ে থাকা মালগাড়ির নীচে আশ্রয় নেন কয়েকজন শ্রমিক৷ কিন্তু প্রবল ঝড়ে আচমকাই মালগাড়িটি গড়িয়ে যেতে শুরু করে৷ তখনই তাঁর চাকার নীচে পিষ্ট হন ওই শ্রমিকরা৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের৷ আহত হন ২ জন৷
advertisement
আরও পড়ুন: ক্ষতিপূরণের ১৭ লক্ষ হাতানোর ছক, জীবিত স্বামীকেও ‘মেরে ফেললেন’ স্ত্রী!
এ দিকে গত শুক্রবার ওড়িশার বাহনাগা স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার পর আজ ফের শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল করমণ্ডল এক্সপ্রেস৷ দুপুরে নির্দিষ্ট সময়েই ছাড়ে ট্রেনটি৷ কিন্তু জাজপুরে এই দুর্ঘটনার জেরে খড়্গপুর স্টেশনে দীর্ঘক্ষণ আটকে থাকে ট্রেনটি৷ নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ পরে খড়্গপুর থেকে রওনা হয় করমণ্ডল এক্সপ্রেস৷ ঘটনার জেরে প্রায় ৫০ মিনিট দেরিতে চলছে আপ করমণ্ডল এক্সপ্রেস৷
আরও পড়ুন: ‘ধামাচাপা দিতে সব সাফ হয়ে গেল’, করমণ্ডল নিয়ে বিস্ফোরক মমতা! ইঙ্গিত কার দিকে?
গত শুক্রবার যে বাহানাগা স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল, সেখান দিয়েই আজ ট্রেনটির যাওয়ার কথা ছিল৷ দুর্ঘটনা স্থলের চারপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল আরপিএফ৷ কারণ দুর্ঘটনাস্থল দিয়ে ফের করমণ্ডলের যাত্রা ঘিরে আলাদা কৌতূহল ছিলই৷ যদিও জাজপুরে দুর্ঘটনার জেরে নির্দিষ্ট সময়ের অনেক পরেও বাহনাগায় পৌঁছতে পারেনি করমণ্ডল এক্সপ্রেস৷
এ দিকে এ দিন হাওড়া থেকে ধানবাদগামী কোল্ড ফিল্ড এক্সপ্রেসেও এ দিন বিপত্তি দেখা দেয়৷ লিলুয়া স্টেশনের আগে বামনগাছিতে ইস্ট কোস্ট এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ছিঁড়ে যায়৷ ফলে দীর্ঘক্ষণ আটকে থাকে ট্রেনটি৷