TRENDING:

Coromandel Express Accident: বেড়েই চলেছে মৃত্যুমিছিল! করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯৪

Last Updated:

Coromandel Express Accident: এখনও পর্যন্ত পাওয়া খবরে, শেষ কয়েক ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওড়িশা: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত পাওয়া খবরে, শেষ কয়েক ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯৪। এখনও পর্যন্ত হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ১,১৭৫ জন। ৭৯৩ জনকে ছাড়া হয়েছে হাসপাতাল থেকে। হাসপাতালে ভর্তি ২ জনের অবস্থা অতি আশঙ্কাজনক।
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা
advertisement

প্রসঙ্গত এদিন ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনার পরেই এদিন ঘটনাস্থলে আসেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে দুর্ঘটনাগ্রস্থ গোটা চত্বর ঘুরে দেখেন তিনি। কথা বলেন প্রশানসনিক এবং রেলের আধিকারিকদের সঙ্গে। এরপরেই হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “অনেক রাজ্যের বাসিন্দা প্রাণ হারিয়েছেন। মনকে বিচলিত করে দেওয়া ঘটনা। যাঁরা আহত হয়েছেন, তাঁদের সরকার সাহায্য করছে। যাঁরা নিজের পরিজনদের হারিয়েছেন, সরকার তাঁদের প্রিয়জনকে আর ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু আমরা তাঁদের সঙ্গে আছি। সরকার এই ঘটনা অত্যন্ত গম্ভীর ভাবে দেখছে। সবরকম ভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যে দোষী হবে, তাকে কড়া শাস্তি দেওয়া হবে। তাকে ছাড়া হবে না। ওড়িশা সরকার, প্রশাসনিক আধিকারিকদের প্রশংসা করছি। এখানকার বাসিন্দাদের প্রশংসা করছি,ড়িশ তাঁরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ভারতীয় রেল উদ্ধারকার্যে সম্পূর্ণ শক্তি ব্যবহার করেছে। আমি আজ দুর্ঘটনাস্থলে ঘুরে দেখেছি। হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেছি।”

advertisement

আরও পড়ুন, করমণ্ডলের দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ক্ষতিপূরণ ঘোষণা মমতার, দিলেন বড় প্রতিশ্রুতি

আরও পড়ুন, করমণ্ডল দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগণার কত জনের প্রাণ কাড়ল? জেলা জুড়ে তীব্র হাহাকার

অন্যদিকে এদিন দুর্ঘটনাস্থল আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন। রেলমন্ত্রীকে পাশে নিয়ে রেলের সমালোচনা করেন মমতা। বলেন, রেলের সমন্বয়ের অভাব রয়েছে। তিনি আরও বলেন, যাত্রীদের প্রতি রেলের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিৎ। মমতা বলেন, এই দুর্ঘটনায় বাংলার বহু মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। এই দুর্ঘটনায় বাংলার যে সব মানুষ প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথাও বলেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel Express Accident: বেড়েই চলেছে মৃত্যুমিছিল! করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল