TRENDING:

কনস্টেবলের সাহায্যে ট্রেনেই যমজ সন্তানের জন্ম দিলেন এক মহিলা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কল্যাণ: বাড়ি থেকে যখন বেরিয়ে ছিলেন তখনও অবধি সব কিছুই ঠিকঠাক ছিল ৷ গতকাল লোকমান্য তিলক টার্মিনাস-বিশাখাপত্তনম এক্সপ্রেসে চেপেছিলেন দক্ষিণ মুম্বইয়ের ঘাটকোপারের নারায়ণ নগরের বাসিন্দা শেখ সালমা তবসুম ৷ নিজের পরিবারের সঙ্গেই তিনি ওই এক্সপ্রেস ট্রেনে সফর করছিলেন। তবে ট্রেনটি যখন কল্যাণ স্টেশনের কাছে ৷ তখনই ঘটে বিপত্তি ৷
advertisement

ট্রেনের মধ্যে প্রচণ্ড প্রসব যন্ত্রণা ওঠে তবসুমের ৷ অবস্থা মারাত্মক হয়ে উঠেছিল সে সময় ৷ একদিকে তবসুম অসহ্য প্রসব যন্ত্রণায় কাঁতরাচ্ছেন ৷ অন্যদিকে, তবসুমের পরিবারের সদস্যরা তথন ভীষণ চিন্তায়, কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তাঁরা ৷ এমন সময়ে এগিয়ে এলেন কর্তব্যরত আরপিএফ-র সাব ইনস্পেক্টর নীতিন গৌর। তড়িঘড়ি তিনি খবর দেন দুই মহিলা কনস্টেবলকে। ওই দুই কনস্টেবলের তত্ত্বাবধানেই একটি পুত্রসন্তান ও একটি কন্যাসন্তানের জন্ম দেন সালমা তবসুম। গর্ভবতী মহিলাকে সাহায্যকারী দুই কনস্টেবল হলেন নীলম গুপ্ত এবং সুরেখা কদম।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ওই দুই মহিলা কনস্টেবলের সাহায্যেই গর্ভবতী সালমাকে কল্যাণ স্টেশনে নামানো হয়। উপস্থিত ছিলেন রেলের একজন মেডিক্যাল স্টাফ। মা এবং সদ্যজাত দুই সন্তানকে সেখান থেকে রুকমাবিনাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই হাসপাতালেই তাদের পরবর্তী পর্যায়ের চিকিৎসা শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুসারে মা সালমা এবং তাঁর দুই সদ্যজাত যমজ সন্তান সুস্থ আছে। এই ঘটনা সামনে আসতেই সাধুবাদের জোয়ারে ভাসছেন দুই মহিলা কনস্টেবল নীলাম এবং সুরেখা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই কাজের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বহু মানুষ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কনস্টেবলের সাহায্যে ট্রেনেই যমজ সন্তানের জন্ম দিলেন এক মহিলা