TRENDING:

আসন্ন তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে মোদি-শাহের জুটিকে হারিয়ে কংগ্রেসের জয় নিশ্চিত: সমীক্ষা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় এবং রাজস্থান ৷ এই তিন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে কংগ্রেস ৷ তবে, বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজেপির থেকে বেশ কয়েক নম্বরে এগিয়ে থাকলেও লোকসভা নির্বাচনে মোদি-শাহের বিজয় রথের চাকা রুখতে পারবে না কংগ্রেস ৷ সিভিওটিইআর এবং এবিপি নিউজের সমীক্ষাতে এমন তথ্যই উঠে এসেছে ৷
advertisement

সমীক্ষা থেকে জানা যাচ্ছে, এই তিন রাজ্যের নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠতা পাবে কংগ্রেস ৷ মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে ১১৭টি আসন, ছত্তিশগঢ়ে ৯০টির মধ্যে ৫৪টি আসন এবং রাজস্থানে ২০০টির মধ্যে ১৩০টি আসনে অনায়াসে জয় ছিনিয়ে নেবে কংগ্রেস ৷ অপরদিকে, এই তিন রাজ্যে যথাক্রমে ১০৬টি, ৩৩টি এবং ৫৭টি আসন হস্তগত করবে বিজেপি ৷ কার্যত এই তিন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে মোদি ফ্যাক্টর যে একেবারেই কাজ করবে না সেই বিষয়টি নিশ্চিত ৷

advertisement

তবে, লোকসভা নির্বাচনের আগে এই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল কংগ্রেসের অন্দরে অক্সিজেন যোগাবে ৷ এটি বলাই বাহুল্য ৷ একইসঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখতে পারলে ১৯-র নির্বাচনেও সুবিধা পেতে পারে কংগ্রেস ৷ মহাজোট গঠনের ক্ষেত্রে বিরোধী দলগুলির মধ্যে অগ্রাধিকার পাবে কংগ্রেস ৷

১ জুন থেকে ১০ অগস্টের মধ্যে ৬৫টি লোকসভা কেন্দ্রে ২৭ হাজার ৯৬৮ জন ভোটারকে নিয়ে এই সমীক্ষা হয়েছে । তবে, এই ধরনের সমীক্ষার ফল শেষ পর্যন্ত মেলে না অনেক ক্ষেত্রেই ৷ কিন্তু এই সমীক্ষা থেকেই উঠে আসছে এই তিন রাজ্যের জনসাধারণের কাছে কেন্দ্রে সরকার গঠনের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছেন মোদি-শাহ জুটি ৷ আর দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস ৷

advertisement

রাজস্থানের উপরে যদি নজর রাখা যায়, তবে এই রাজ্য়ে ৫১  শতাংশ ভোটে এগিয়ে থাকবে কংগ্রেস ৷ অন্যদিকে, বিজেপি ৩৭ শতাংশ ভোট পেয়েই থমকে যেতে পারে ৷ পাশাপাশি মধ্যপ্রদেশে কংগ্রেসের ঝুলিতে ৪২ শতাংশ ভোট আসার বিষয়টি একেবারে নিশ্চিত ৷ অন্যদিকে, বিজেপি কমবেশি ৪০ শতাংশ ভোট হস্তগত করতে পারবে ৷ এছাড়া ছত্তিশগঢ়েও খুব বেশি ভোটের ব্যবধান না থাকলেও এগিয়ে রয়েছে কংগ্রেসই ৷ ৪০ শতাংশ ভোটে এগিয়ে থাকবে কংগ্রেস ৷ কিন্তু বিজেপির ঝুলিতে ৩৯ শতাংশের বেশি ভোট পড়বে না ৷ সমীক্ষার পর উঠে এল এমনই তথ্য ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সিভিওটিইআর এবং এবিপি নিউজের সমীক্ষার ফলাফলে কার্যত গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আসন্ন তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে মোদি-শাহের জুটিকে হারিয়ে কংগ্রেসের জয় নিশ্চিত: সমীক্ষা