TRENDING:

কম গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হল কংগ্রেসকে, শশী থারুরকে 'নাকের বদলে নোলক'? বলছে রাজনৈতিক মহল

Last Updated:

সার ও রসায়ন বিষয়ক মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে শশী থারুরকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজীব চক্রবর্তী,‌‌‌‌‌‌ নয়াদিল্লি: দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির চে়ারম্যানের দায়িত্ব কেড়ে নিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হল কংগ্রেসকে। এর আগে স্বরাষ্ট্র এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ কেড়ে নেওয়া হয় শশী থারুরের থেকে। এবার বাণিজ্য ও রাসায়নিক সার বিষয়ক মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে কংগ্রেসকে। স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটি কেড়ে নিয়ে বাণিজ্য মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে অভিষেক মনু সিংভিকে। অন্যদিকে, রাসায়নিক ও সার বিষয়ক মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে শশী থারুরকে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেনকে খাদ্য, উপভোক্তা ও গনবণ্টন মন্ত্রকের স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।
শশী থারুর
শশী থারুর
advertisement

গত শুক্রবার খাদ্য, উপভোক্তা ও গনবণ্টন মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেন লকেট চট্টোপাধ্যায়। আগে এই কমিটির চেয়ারম্যান ছিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁকে সরিয়ে কমিটির মাথায় নিয়ে আসা হল লকেট চট্টোপাধ্যায়কে৷ সরকারিভাবে কয়েকদিন আগেই এই রদবদলের প্রসঙ্গ সামনে আসতেই শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। এই রদবদল নিয়ে ক্ষোভ উগড়ে দেন ডেরেক ও’‌ব্রায়েন।

advertisement

আরও পড়ুন: হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, মুক্তি চেয়েও স্বস্তি পেলেন না মানিক

সংসদে বিভিন্ন কমিটির মতো খাদ্য ও উপভোক্তা বিষয়ক স্থায়ী কমিটি রয়েছে। সেখানে এই কমিটির প্রধানের পদ তৃণমূল কংগ্রেসের হাতে ছিল। মঙ্গলবার সেটা কেড়ে নেওয়া হয়েছে। আর সেখানে বসানো হয়েছে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। এমনকী অন্য কোনও সংসদীয় স্থায়ী কমিটির শীর্ষে নেই কোনও তৃণমূল কংগ্রেস সাংসদ। এই খবর প্রকাশ্যে আসতেই রে রে করে ওঠেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক। সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে টুইটও করেন ডেরেক ও’‌ব্রায়েন। কেন্দ্রকে তুলোধনা করে ডেরেক টুইটারে লেখেন, "নতুন স্থায়ী সংসদীয় কমিটি ঘোষিত হয়েছে। সংসদে তৃণমূল তৃতীয় বৃহত্তম দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হওয়া সত্ত্বেও কোনও সংসদীয় কমিটির চেয়ারম্যান পদ।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

প্রসঙ্গত, সংসদে মোট ২৪টি স্ট্যান্ডিং কমিটি রয়েছে। তার মধ্যে ১৬টির সভাপতি হন লোকসভার সাংসদরা। বাকি আটটির দায়িত্বে থাকেন রাজ্যসভার সদস্যরা। লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান ঠিক করেন, কে কোন কমিটির চেয়ারম্যান হবেন।

বাংলা খবর/ খবর/দেশ/
কম গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হল কংগ্রেসকে, শশী থারুরকে 'নাকের বদলে নোলক'? বলছে রাজনৈতিক মহল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল