TRENDING:

Sonia Gandhi in Rajya Sabha: রাজ্যসভায় যাচ্ছেন সনিয়া, রায়বরেলি থেকে নির্বাচনী ময়দানে অভিষেক প্রিয়াঙ্কার! খবর কংগ্রেস সূত্রে

Last Updated:

২০১৯ সালেই প্রিয়াঙ্কা ভোটে দাঁড়াবেন বলে জল্পনা ছড়িয়েছিল৷ এমনও শোনা গিয়েছিল,বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অনেক দিন ধরেই তিনি অসুস্থ৷ ফলে লোকসভা ভোটে লড়ার ধকল সম্ভবত আর নেবেন না সনিয়া গান্ধি৷ সম্ভবত রাজস্থান অথবা হিমাচল প্রদেশ থেকে দলের প্রাক্তন সভানেত্রীকে রাজ্যসভায় পাঠাবে কংগ্রেস৷
সনিয়া গান্ধির জায়গায় রায়বরেলিতে প্রিয়াঙ্কা৷ ছবি-ফাইল. পিটিআই
সনিয়া গান্ধির জায়গায় রায়বরেলিতে প্রিয়াঙ্কা৷ ছবি-ফাইল. পিটিআই
advertisement

সনিয়ার জায়গায় সম্ভবত রায়বরেলি থেকে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধি৷ বঢরা৷ কংগ্রেস সূত্রকে উদ্ধৃত করে এমনই দাবি করেছে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম৷ সেক্ষেত্রে এই প্রথম বার নির্বাচনী লড়াইয়ে নামবেন প্রিয়াঙ্কা৷

আরও পড়ুন: ‘যদি ভাবেন মিষ্টি না খেলেই সুগার কমবে…’, তাঁর মতো ডায়াবেটিকদের কী পরামর্শ দিলেন মিঠুন?

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্য সভার নির্বাচন৷ এই নির্বাচনেই জিতিয়েই ৭৭ বছর বয়সি সনিয়া গান্ধিকে রাজ্যসভায় পাঠানোর ব্যবস্থা করছে কংগ্রেস৷

advertisement

২০০৬ সাল থেকে সনিয়া রায়বরেলির সাংসদ৷ রায়বরেলি বরাবরই কংগ্রেসের গড় হিসেবে পরিচিত৷ কংগ্রেস এবং গান্ধি পরিবারের সঙ্গে এই আসনটির সঙ্গে অন্য আবেগ জড়িয়ে রয়েছে৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গোটা দেশে বিপর্যয় এবং অমেঠীতে রাহুল গান্ধির পরাজয়ের মধ্যেও রায়বরেলি হতাশ করেনি সনিয়াকে৷

অনেক দিন ধরেই প্রিয়াঙ্কার সংসদীয় রাজনীতিতে পা দেওয়া নিয়ে জল্পনা চলছিল৷ ফলে তাঁর জন্য রায়বেরলির থেকে নিরাপদ আসন আর কিছু হতে পারে না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১৯ সালেই প্রিয়াঙ্কা ভোটে দাঁড়াবেন বলে জল্পনা ছড়িয়েছিল৷ এমনও শোনা গিয়েছিল,বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা৷ শেষ পর্যন্ত অবশ্য ভোটে লড়েননি তিনি৷ বরং নিজের বোনকে উত্তর প্রদেশে দলকে টেনে তোলার দায়িত্ব দেন তৎকালীন সভাপতি রাহুল গান্ধি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Sonia Gandhi in Rajya Sabha: রাজ্যসভায় যাচ্ছেন সনিয়া, রায়বরেলি থেকে নির্বাচনী ময়দানে অভিষেক প্রিয়াঙ্কার! খবর কংগ্রেস সূত্রে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল