TRENDING:

Shashi Tharoor Controversy: শশী থারুরের নামই ছিল না কংগ্রেসের ৪ জনের তালিকায়! মোদির ‘পছন্দে’ই কি বিশেষ দায়িত্বে শশী?

Last Updated:

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে তাঁর বক্তব্য অস্বস্তিতে ফেলেছে শশী থারুরকে৷ এমনকি, দলের অন্দরেই নানা সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাঁকে৷ সেই শশী থারুরই কি না বিশেষ দায়িত্ব পেলেন মোদি সরকারের কাছ থেকে৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বার্তাবহ হয়ে ৭ সদস্যের একটি দল পৌঁছবে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ দেশে৷ সেই দলেরই প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হল শশী থারুরকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারত সরকারের সন্ত্রাসবাদ বিরোধী অবস্থানের কথা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য ৭ জন সাংসদকে নির্বাচন করেছে কেন্দ্রীয় সরকার৷ সেই ৭ জন সাংসদের নেতৃত্বে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন প্রভাবশালী দেশে যাবেন এবং সেখানে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির কথা ব্যক্ত করবেন৷ কিন্তু, জল্পনা তৈরি হয়েছে অন্য একটি বিষয় নিয়ে৷ জানা গিয়েছে, কিরেন রিজিজুর লিস্টের একেবারে প্রথমেই থাকা কংগ্রেসের শশী থারুরের নাম নাকি তাঁর দল কংগ্রেসের তরফে পাঠানোই হয়নি কেন্দ্রের কাছে৷ এখানেই শেষ নয়, যে ৪ জনের নাম কংগ্রেস পাঠিয়েছিল, তাদের কারওকেই না দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, কংগ্রেসে খানিক কোণঠাসা হয়ে পড়া শশী থারুরকে৷
News18
News18
advertisement

শশী থারুরের নাম সরকারি ভাবে ঘোষণা হতেই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা প্রাক্তন কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷

শর্মিষ্ঠা একটি পোস্টে জানান, কংগ্রেসের তরফে যে ৪ জনের নাম সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব পদে পাঠানো হয়েছিল তাতে শশী থারুরের মতো বর্ষীয়ান কংগ্রেস নেতার নাম ছিল না৷ নাম ছিল না মণীশ তিওয়ারিরও৷

advertisement

প্রসঙ্গত, কংগ্রেসের তরফে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী আনন্দ শর্মা, লোকসভার সাংসদ গৌরব গগৈ, রাজ্যসভার সাংসদ সঈদ নাসের হুসেইন এবং লোকসভার সামসদ রাজা ব্রারের নাম পাঠানো হয়েছিল৷

আরও পড়ুন: বিশ্ব দরবারে মোদির ‘কথা’ পৌঁছে দেবেন কংগ্রেসের থারুর! বিশেষ দায়িত্বে শ্রীকান্ত শিণ্ডে থেকে সুপ্রিয়া সুলে

বিজেপি নেতা অমিত মালব্যের দাবি, বিদেশে প্রতিনিধি দলের জন্য যে নাম কংগ্রেসের তরফে যে নামগুলি পাঠানো হয়েছিল, সেগুলির যথেষ্ট সন্দেহজনক৷

advertisement

advertisement

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে তাঁর বক্তব্য অস্বস্তিতে ফেলেছে শশী থারুরকে৷ এমনকি, দলের অন্দরেই নানা সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাঁকে৷ সেই শশী থারুরই কি না বিশেষ দায়িত্ব পেলেন মোদি সরকারের কাছ থেকে৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বার্তাবহ হয়ে ৭ সদস্যের একটি দল পৌঁছবে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ দেশে৷ সেই দলেরই প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হল শশী থারুরকে৷

পহেলগাঁওয়ে ঠিক কী ঘটেছিল? এর পিছনে পাকিস্তানি মদতের অকাট্য সব প্রমাণ? কী কারণে ভারত এই ভাবে পাকিস্তান বিরোধী পদক্ষেপ করল, এ সমস্তই বিভিন্ন প্রভাবশালী দেশের সরকার ও আন্তর্জাতিক কমিটির কাছে পৌঁছে দিতে চায় ভারত সরকার৷ সেই কারণেই তৈরি করা হয়েছে ৭ সাংসদের ৭টি বিশেষ দল৷

আরও পড়ুন: ভোটার তালিকায় ঢোকানো হয়েছে নাম, বাদও দেওয়া হয়েছে ইচ্ছেমতো! কাকদ্বীপ কাণ্ডের পরে রিপোর্ট তলব জাতীয় নির্বাচন কমিশনের

শনিবার সকালে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু সোশ্যাল মিডিয়া ‘X’-এ লেখেন, ‘‘এই মুহূর্তে ভারতের ঐক্যবদ্ধ থাকাটা খুব জরুরি৷ সাত সদস্যের একটি সর্বদলীয় প্রতিনিধি দল খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ দেশে যাবেন৷ ভারত সরকারের সন্ত্রাসবাদ বিরোধী জিরো টলারেন্স নীতির কথা তাঁরা পৌঁছে দেবেন দেশে দেশে৷ বিভাজনের ঊর্ধ্বে, রাজনীতির উর্ধ্বে এই একতা একটা জোরাল বার্তা৷’’

প্রতিটি দলে সাংসদরা ছাড়়াও থাকবেন উল্লেখযোগ্য রাজনৈতিক নেতা, কূটনীতিকেরা৷

নেতৃত্বে থাকা সাংসদদের তালিকায় প্রথমেই রয়েছে কংগ্রেসের শশী থারুরের নাম৷ তারপরে বিজেপির রবিশংকর প্রসাদ, জেডিইউ-র সঞ্জয় কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পাণ্ডা, ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, এনসিপি সুপ্রিয়া সুলে, শিবসেনার শ্রীকান্ত একনাথ শিণ্ডে৷

শশী থারুরের দলে থাকছেন এলজেপি-রামবিলাসের শাম্বভী চৌধুরী, ড. সরফরাজ আহমেদ (জেএমএম), গান্তি হরিশ মধুর বালাযোগী (টিডিপি), শশাঙ্ক মণি ত্রিপাঠী (বিজেপি), ভুবনেশ্বর কালিতা (বিজেপি) এবং মিলিন্দ দেওরা (শিবসেনা)৷ দলে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রাক্তন অ্যাম্বাসেডর তারাণজিৎ সিং সান্ধু৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

থারুর লেখেন, ‘পাঁচটি গুরুত্বপূর্ণ রাজধানীতে ভারতীয় প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করার এই আমন্ত্রণ পেয়ে আমি সম্মানীত৷ ভারতের দৃষ্টিভঙ্গি পৌঁছে দেওয়া এক্ষেত্রে আমাদের দায়িত্ব৷ যখন দেশের স্বার্থ জড়িত, তখন আমি সবসময় থাকব৷’

বাংলা খবর/ খবর/দেশ/
Shashi Tharoor Controversy: শশী থারুরের নামই ছিল না কংগ্রেসের ৪ জনের তালিকায়! মোদির ‘পছন্দে’ই কি বিশেষ দায়িত্বে শশী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল