আরও পড়ুন: আরবের সন্ত্রাসবাদী সংগঠন ব্রাদারহুডের থেকেও খারাপ RSS, মন্তব্য রাহুলের
কোর কমিটিতে রয়েছেন রণদীপ সুরযেওয়ালা, কেরলের সাংসদ কে সি বেণুগোপালও৷ ৯ সদস্যের কংগ্রেস কোর কমিটিতে বেশির ভাগই প্রায় সোনিয়া গান্ধির অতিবিশ্বস্ত ও পুরনো সঙ্গীরাই স্থান পেয়েছে৷ রয়েছেন, পি চিদাম্বরম, অশোক গেহলট, এ কে অ্যান্টনি, গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খারগে, আহমেদ প্যাটেল ও জয়রাম রমেশ৷
advertisement
আরও পড়ুন: আমাকে দেখলেই দু’পা পিছিয়ে যাচ্ছেন বিজেপি সাংসদরা: রাহুল গান্ধি
লোকসভা ভোটে অন্য দলের সঙ্গে জোটের পথও খোলা রেখেছে কংগ্রেস৷ বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ও শরদ পাওয়ারের মতো আঞ্চলিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে জোটের আলোচনা হয়েছে বলে খবর কংগ্রেসের অন্দরে৷
৯ সদস্যের কোর কমিটি ছাড়াও দুটি আরও কমিটি গড়া হয়েছে৷ এগুলি হল, ১৯ সদস্যের ইস্তেহার কমিটিও ১৩ সদস্যের পাবলিসিটি কমিটি৷ প্রাক্তন কেন্দ্রীয় অর্থন্ত্রী পি চিদাম্বরম রয়েছেন ইস্তেহার কমিটিতেও৷
Video: রাহুলকে ব্যঙ্গ মোদির