আরবের সন্ত্রাসবাদী সংগঠন ব্রাদারহুডের থেকেও খারাপ RSS, মন্তব্য রাহুলের

Last Updated:
#নয়াদিল্লি: রাহুল গান্ধির ট্রাম্প কার্ড - বিরোধী জোট। তাঁর দাবি, উত্তরপ্রদেশ, বিহারে মোদি-বিরোধীরা জোট বাঁধলে ২০১৯ সালে বিজেপি হারবে। লন্ডনের অনুষ্ঠান থেকেও নিশানা করেন মোদি সরকারকে। আরএসএসকে তুলনা করেন কট্টরপন্থী মুসলিম ব্রাদারহুডের সঙ্গে। পালটা জবাব দিয়েছে বিজেপিও।
উত্তরপ্রদেশের
কৈরানা
advertisement
গোরক্ষপুর
ফুলপুর থেকে
বিহারের
আরারিয়া
ও জেহানাবাদ
এই সব ক’টি কেন্দ্রের উপনির্বাচনেই বিরোধী জোটের কাছে পরাস্ত হয়েছে বিজেপি। উত্তরপ্রদেশে বাজিমাত করেছে এসপি-বিএসপি জোট। আর বিহারে আরজেডির পাশে ছিল কংগ্রেস। ২০১৯-এ নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ‍্যুত করতে এই জোট সমীকরণের উপরই ভরসা করছেন রাহুল গান্ধি।
জার্মানির পর ইংল‍্যান্ড। বার্লিনের মতোই, শুক্রবার লন্ডনের অনুষ্ঠান মঞ্চ থেকেও কংগ্রেস সভাপতি নিশানা করেন গেরুয়া শিবিরকে। আরএসএসকে তুলনা করেন মিশরের কট্টরপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে।
advertisement
বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাহুলের এই আক্রমণের মোকাবিলায় আসরে নামতে হয় বিজেপিকেও।
২০১৯-এ দিল্লিতে যুদ্ধ। তার আঁচ এখন বিদেশেও। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে বিদেশে গিয়ে বার বার কংগ্রেসের তুলোধোনা করেছেন। এবার কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধিও গেরুয়া শিবিরকে নিশানা করে তেড়েফুঁড়ে আসরে নেমেছেন। বার্লিন থেকে লন্ডন। রাহুলের সুর সপ্তমে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আরবের সন্ত্রাসবাদী সংগঠন ব্রাদারহুডের থেকেও খারাপ RSS, মন্তব্য রাহুলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement