TRENDING:

Rajasthan Congress: ফের রাজস্থানে গেহলট-পাইলট দ্বন্দ্ব, কৌশলী অনশনে সচিন

Last Updated:

Rajasthan Congress: শচিন পাইলট ঘোষণা করেছেন, আগামী ১১ এপ্রিল তিনি একদিনের জন্য অনশনে বসবেন। তাঁর দাবি, রাজ্যে বিজেপি পরিচালিত পূর্বতন বসুন্ধরা রাজে সরকারের সময়ের দুর্নীতি নিয়ে অবিলম্বে তদন্ত করতে হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর: ফের গেহলট বনাম পাইলট দ্বন্দ্ব রাজস্থান কংগ্রেসে। এবার বিরোধের বিষয় অবশ্য একেবারেই আলাদা। রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং গেহলট বিরোধী শিবিরের নেতা হিসাবে রাজ্য রাজনীতিতে পরিচিত শচিন পাইলট ঘোষণা করেছেন, আগামী ১১ এপ্রিল তিনি একদিনের জন্য অনশনে বসবেন। তাঁর দাবি, রাজ্যে বিজেপি পরিচালিত পূর্বতন বসুন্ধরা রাজে সরকারের সময়ের দুর্নীতি নিয়ে অবিলম্বে তদন্ত করতে হবে।
অশোক-সচিন
অশোক-সচিন
advertisement

পাইলটের বক্তব্য, বিধানসভা নির্বাচনে কংগ্রেস বসুন্ধরা রাজে সরকারের দুর্নীতি নিয়ে প্রচার করে রাজ্যে ক্ষমতায় এসেছিলেন তাঁরা। কিন্তু কংগ্রেস রাজ্যে ভোটে জয়ী হয়ে আসার পর কিন্তু আর সেইসব দুর্নীতি নিয়ে কোনও তদন্তের ব্যবস্থা করা হয়নি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ওই দুর্নীতির তদন্তের ব্যাপারে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গেও কথা বলেছিলেন। গেহলট তাঁকে তদন্তের আশ্বাস দিলেও কোনও পদক্ষেপ করা হয়নি।

advertisement

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে আজ নয়া চমক মুখ্যমন্ত্রীর, জেলায় জেলায় অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স পৌঁছে দিচ্ছে নবান্ন

আর সে কারণেই এবার অনশন কৌশলের পদক্ষেপ একদা রাহুল গান্ধির ঘনিষ্ঠ শচিন পাইলটের। গেহলট বনাম পাইলট দ্বৈরথ অবশ্য রাজস্থানের রাজনীতিতে নতুন কোনও ঘটনা নয়। ২০২০ সালে গেহলট দাবি করেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে হাত মিলিয়ে রাজস্থানে কংগ্রেস সরকার ফেলার চেষ্টা করেছিলেন শচিন পাইলট।

advertisement

বিস্ফোরক সেই অভিযোগের পর রাজস্থানের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়। আবার চলতি বছরে শচিন পাইলটের একটি বিবৃতি নিয়েও যথেষ্ট শোরগোল শুরু হয়। রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচিন পাইলট তখন জানিয়েছিলেন ২০১৮ সালে কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসে দলের সভাপতি হিসাবে তাঁর নেতৃত্ব দেওয়ার জন্য।

আরও পড়ুন: ৭৫-২৫ হিসেবেই সমস্ত টাকা তোলা, ইডি-কে 'সব' জানিয়ে দিলেন অয়ন শীল! তদন্তে বিরাট মোড়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যার জবাবে অশোক গেহলট জানিয়েছেন, কংগ্রেস ক্ষমতায় এসেছে তাঁর জন্য। কারণ তাঁর মুখ্যমন্ত্রিত্বে আগের কংগ্রেস সরকার যে সব জনমুখী পদক্ষেপ নিয়েছিল তা মনে রেখে সনিয়া-রাহুলের দলকে ফের ক্ষমতায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় রাজস্থানের মানুষ।

বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan Congress: ফের রাজস্থানে গেহলট-পাইলট দ্বন্দ্ব, কৌশলী অনশনে সচিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল