TRENDING:

Israel-Palestine War:গাজার উপর ইজরায়েলের আগ্রাসনকে বর্বরতার আখ্যা, পশ্চিমি দেশগুলোর সমালোচনায় প্রিয়াঙ্কা গান্ধি ভাঢরা

Last Updated:

Israel-Palestine War: প্রিয়াঙ্কা গান্ধি শুক্রবার, গাজার উপর আগ্রাসনর জন্য বেঞ্জািমন নেতানিয়াহুর পদক্ষেপকে নিন্দা করেছেন। শিশুদের হত্যার দৃশ্যে পৃথিবীর সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা শিউরে উঠেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: প্রিয়াঙ্কা গান্ধি শুক্রবার, গাজার উপর আগ্রাসনর জন্য বেঞ্জািমন নেতানিয়াহুর পদক্ষেপকে নিন্দা করেছেন।
প্রিয়াঙ্কা গান্ধি শুক্রবার, গাজার উপর আগ্রাসনর জন্য বেঞ্জািমন নেতানিয়াহুর পদক্ষেপকে নিন্দা করেছেন। (File Image/ PTI/AFP)
প্রিয়াঙ্কা গান্ধি শুক্রবার, গাজার উপর আগ্রাসনর জন্য বেঞ্জািমন নেতানিয়াহুর পদক্ষেপকে নিন্দা করেছেন। (File Image/ PTI/AFP)
advertisement

প্রসঙ্গত মার্কিন কংগ্রেসে বক্তৃতায় নেতানিয়াহু গাজায় যুদ্ধ প্রসঙ্গে ইজরায়েলের আগ্রাসনের সপক্ষে বক্তৃতা দেন৷ হাউসের স্পিকার মাইক জনসন এবং রিপাকলিকান আইনপ্রণেতাদের কাছ থেকে উষ্ণ অভিজ্ঞতা পান৷

আরও পড়ুন:গাজার ‘সেফ জোনে’ বোমাবর্ষণ ইজরায়েল সেনার, নিহত প্রায় ৯২ জন

এই প্রসঙ্গেই কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ভাঢরা ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন৷ তিনি অভিযোগ করেছেন গাজায় দিনের পর দিন মনুষত্বের হত্যা হয়েছে৷

advertisement

সাধারণ মানুষের নৃশ্বংসতার সঙ্গে খুন হয়েছে৷ কারওর মা, বাবা, ওখানকার শিক্ষক, চিকিৎসক, লেখক, কবি, প্রবীণ নাগরিকরা দিনের পর দিন নিশ্চিহ্ন হয়ে গিয়েছে৷ শিশুদের হত্যার দৃশ্যে পৃথিবীর সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা শিউরে উঠেছে৷

আরও পড়ুন:গাজায় শিশু মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক, যুদ্ধ শেষ হওয়া উচিত! নেতনিয়াহুর সঙ্গে বৈঠকের পর বললেন কমলা হ্যারিস

কংগ্রেসের সভানেত্রী পশ্চিমের দেশগুলোর দৃষ্টিভঙ্গিকেও সমালোচনা করেছেন৷, ‘‘তিনি (নেতানিয়াহু) এই যুদ্ধকে বর্বরতা ও সভতার মধ্যের যুদ্ধ বলে উল্লেখ করেছেন৷ তিনি সঠিক কথাই বলেছেন৷ কিন্তু বর্বরতার নিদর্শন রাখছে ইজরায়েলি প্রশাসসন৷ পশ্চিমের দেশ গুলোও এই বর্বরতাকে আটকানোর চেষ্টা করছে না৷ বরং আরও বেশি নেতানিয়াহুকে আরও বেশি মদত দেওয়া হচ্ছে৷’’

advertisement

তিনি বিশ্বের সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে ইজরায়েলি সরকারের এই জেনোসাইটকে নিন্দা করা উচিত৷ এমনকি ইজরায়েলের নাগরিক যাঁরা হিংসা ও ঘৃণায় বিশ্বাস করেন না, তাঁদেরও তিনি এগিয়ে আসার আহ্বান করেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও কয়েকদিন আগে গাজার আগ্রাসন বন্ধ করার সপক্ষে কথা বলেছিলেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
Israel-Palestine War:গাজার উপর ইজরায়েলের আগ্রাসনকে বর্বরতার আখ্যা, পশ্চিমি দেশগুলোর সমালোচনায় প্রিয়াঙ্কা গান্ধি ভাঢরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল