২০১৫ সালের ২৩ ডিসেম্বর কীর্তি আজাদকে বিজেপি থেকে বহিষ্কার করা হয় সরাসরি অরুণ জেটলির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ করার জন্য। পরে ২০১৮ সালে কীর্তি আজাদ কংগ্রেসের যোগ দেন।
ক্রিকেট থেকে রাজনীতিতে আসা কীর্তি আজাদ দ্বারভাঙ্গা থেকে তিনবার সাংসদ হয়েছেন। ২০১৪ সালে তিনি বিজেপির টিকিটে লড়াই করেছিলেন।
১৯৮৩ সালের ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ। অর্থাৎ ধারে ও ভারে তিনি অনেকটা সদ্য তৃণমূলে আসা লিয়েন্ডারের মতই। উল্লেখ্য বিধানসভা ভোটের পর থেকেই তৃণমূল নিজেদের সর্বভারতীয় স্তরে তুলে ধরতে বদ্ধপরিকর। সেই কারণেই সুস্মিতা দেব, নাফিসা আলি, সকেত গোখেলরা একে একে গাঁটছড়া বেঁধেছেন দলের সঙ্গে। সেই পথ ধরেই এলেন কীর্তি আজাদ।
advertisement
আরও পড়ুন-হুমকি দেওয়ার অভিযোগ, এবার ফিরহাদের বিরুদ্ধে মামলা দায়ের ত্রিপুরায়
আগামী ২৯ নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার উপলক্ষে দিল্লিতে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ত্রিপুরার তুমুল ডামাডোলের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি চলে যান। তখনই অনুমান করা যাচ্ছিল দিল্লিতে কোনও বড় সমাপতন এর ইঙ্গিত রয়েছে। আর এই সমাপতনের নামই কীর্তি আজাদ।
অর্থাৎ আজ কীর্তির যোগদানের অনুষ্ঠানে মমতা-অভিষেক দু'জনকেই দেখা যেতে পারে। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে বিএসএফ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। এ বছর জুলাই মাসে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি গিয়েছিলেন সেটিই ছিল তৃণমূলের ক্ষমতায় আসার পর তার প্রথম দিল্লি যাত্রা। সেবারেও তিনি নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন।
উল্লেখ্য আজ কীর্তি ছাড়াও আরও একজন তৃণমূলে যোগদান করতে পারেন।