TRENDING:

Congress Joins BJP Alliance in Meghalaya: একই জোটে শরিক হল বিজেপি- কংগ্রেস! বিরোধ ভুলে মিলল হাত-পদ্ম, কটাক্ষ তৃণমূলের

Last Updated:

কংগ্রেস বিধায়ক দলের প্রধান অমপ্রীন লিংডো জানিয়েছেন, মেঘায়লয় গণতান্ত্রিক জোটকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা (Congress Joins BJP Alliance in Meghalaya)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলং: একই জোটের শরিক বিজেপি এবং কংগ্রেস (Congress BJP in Same Alliance)! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটাই ঘটেছে মেঘালয়ে (Meghalaya)৷ সেখানে কংগ্রেসের পাঁচ বিধায়কই এ দিন ন্যাশনাল পিপলস পার্টির নেতৃত্বাধীন জোটকে সমর্থন জানানোর কথা জানিয়েছেন৷ যে জোটে আগে থেকেই শরিক হিসেবে রয়েছে বিজেপি (BJP)৷
 প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

কংগ্রেস বিধায়ক দলের প্রধান অমপ্রীন লিংডো জানিয়েছেন, মেঘায়লয় গণতান্ত্রিক জোটকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ এ দিনই মুখ্যমন্ত্রী সাংমার সঙ্গে দেখা করে সমর্থনের কথা জানিয়ে কংগ্রেস বিধায়ক দলের তরফে চিঠি দেওয়া হয়৷

আরও পড়ুন: প্রিয়াঙ্কা গান্ধির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের, কড়া পদক্ষেপের দাবি

এমনিতে মেঘালয়ে এনপিপি এবং কংগ্রেস বরাবরই পরস্পরের বিরোধী৷ কিন্তু কংগ্রেসের বারো জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদানের পর থেকেই এনপিপি এবং কংগ্রেসের মধ্যে দূরত্ব কমতে শুরু করে৷

advertisement

কংগ্রেস বিধায়ক অমপ্রীন লিংডো বলেন, 'আমরা পরস্পরের স্বার্থ রক্ষা করছি৷ আমাদের প্রধান উদ্দেশ্য নিজেদের বিধানসভা কেন্দ্রের জন্য ন্যায়বিচার চাওয়া৷ আমরা এমডিএ-কে এই কারণেই সমর্থন জানিয়ে সরকারের হাত শক্ত করছি যাতে আমাদের যৌথ চেষ্টায় সাধারণ মানুষের স্বার্থে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায়৷'

আরও পড়ুন: ৩ মার্চ মোদির বারাণসীতে যাবেন, অখিলেশকে পাশে বসিয়ে ঘোষণা মমতার

advertisement

লিংডো বলেন, কংগ্রেস পরিষদীয় দলের তরফেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কংগ্রেস বিধায়কের কথায়, তাঁরা মানুষের প্রতিনিধিত্ব করেন৷ ফলে তাঁদের এই সিদ্ধান্তকে কংগ্রেস হাইকম্যান্ড অনুমোদন করবে বলেই আশা লিংডোর৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

যদিও কংগ্রেস বিধায়কদের এই সিদ্ধান্ততকে তীব্র কটাক্ষ করেছে মেঘালয়ের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷ মেঘালয়ের তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, 'অসাধু এবং ক্ষমতা লোভীরা সরকারি ভাবে হাত মিলিয়েছে৷ কংগ্রেস এবং এনপিপি-র নেতৃত্বাধীন জোট আবারও প্রমাণ করল, মেঘালয়ের একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেস৷ আমরা মেঘালয়ের জন্য নিবেদিত৷ সবার উন্নতির জন্য আমরা লড়াই চালিয়ে যাবো৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Congress Joins BJP Alliance in Meghalaya: একই জোটে শরিক হল বিজেপি- কংগ্রেস! বিরোধ ভুলে মিলল হাত-পদ্ম, কটাক্ষ তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল