আরও পড়ুন: ‘মনে পড়ে জেলে সনিয়া গান্ধি দেখা করতে এসেছিলেন’, চোখে জল নিয়ে বললেন শিবকুমার
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে দুই দাবিদার ডি কে শিবকুমার এবং সিদ্দারামাইয়াকে দিল্লি ডেকে পাঠানো হয়েছে৷ আজ সন্ধ্যাতেই দিল্লি পৌঁছবেন তাঁরা৷ সম্ভবত তার পরেই চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রীর নাম৷
কর্ণটাকের মুখ্যমন্ত্রী নির্বাচন করতে গতকাল সন্ধ্য়ায় বৈঠকে বসে কংগ্রেস পরিষদীয় দল। কয়েক ঘন্টা বৈঠকের পর দলের পক্ষে প্রস্তাবনা গৃহীত হয়, বিষয়টি নিয়ে দলের সভাপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বেঙ্গালুরুতে যখন পরিষদীয় দলের বৈঠক চলছে, সেই সময় বাইরে বিক্ষোভ এবং স্লোগান দিতে থাকেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অনুগামীরা। দু জনের অনুগামীরাই তাঁদের নেতাকে মুখ্যমন্ত্রী করার দাবি জানান।
advertisement
আরও পড়ুন: দল বদলেও হারলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শেট্টিয়ার, কর্ণাটকের ভোটে পরাস্ত ১২ জন মন্ত্রী
বৈঠকের পর রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, “দলের সভাপতিকে মুখ্যমন্ত্রী পদে নাম চূড়ান্ত করার দায়িত্ব দেওয়ার প্রস্তাবনা গৃহীত হয়েছে। সেই প্রস্তাবনা সমর্থন করেছেন ১৩৫ জন বিধায়ক। এই প্রস্তাবনা সম্পর্কে দলের সভাপতিকে জানিয়েছেন কে সি বেণুগোপাল। “
তবে সূত্রের খবর, সিদ্দারামাইয়া অনেকটাই এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে। সেই সঙ্গে সম্ভবত তিন জন উপ মুখ্যমন্ত্রী থাকতে পারেন। একজন উপ মুখ্যমন্ত্রী সম্ভবত লিঙ্গায়েত সম্প্রদায়ের কোনও নেতাকে করা হতে পারে বলে সূত্রের খবর। তবে এখনও এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।