দিল্লির পদস্থ আমলাদের বিষয়ে লেফটেন্যান্ট গর্ভনরের ক্ষমতা এবং এক্তিয়ার নিয়ে গত পাঁচ বছর ধরে সুপ্রিম কোর্টে আর প্রশাসনিক স্তরে কেন্দ্রের সঙ্গে সংঘাত চালাচ্ছিল কেজরীওয়াল সরকার। সেই মামলায় ৫ সদস্যের এক সাংবিধানিক বেঞ্চ গঠন হয়। সম্প্রতি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, উপ রাজ্যপাল নন, আমলাদের বদলি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ক্ষমতা থাকা উচিত রাজ্যের নির্বাচিত সরকার এবং মন্ত্রিসভার হাতেই।
advertisement
আরও পড়ুন PM Modi Meets Zelensky: হিরোশিমায় প্রধানমন্ত্রী মোদির বিশেষ বৈঠক, কারা ছিলেন সঙ্গে
কিন্তু সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের ওই রায়ের বিষয়ে শুক্রবার কেন্দ্রের তরফে রিভিউ পিটিশন দাখিল করা হয় শীর্ষ আদালতে। একইদিনে বদলির আদেশে নতুন করে কেন্দ্রের এক্রিয়ারে আনার জন্য অর্ডিন্যান্সও জারি করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার একটি অর্ডিন্যান্স আনে কেন্দ্র। ওই অর্ডিন্যান্স অনুযায়ী গঠন করা হচ্ছে ‘ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিসেস অথরিটি’। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি অ্যাক্ট, ১৯৯১-কে সংশোধন করে এই অর্ডিন্যান্স আনা হয়েছে কেন্দ্রের উদ্যোগে। যার ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক রাজধানীর পদস্থ আমলাদের বদলির ক্ষমতা আপাতত রাজ্য সরকারের হাতে থাকছে না। আপাতত তা থাকছে লেফটেন্যান্ট গভর্নরের এক্তিয়ারে।