TRENDING:

শীর্ষে গ্রন্থন, কলকাতার ১০, দেখুন উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা

Last Updated:

মাধ্যমিকের মেধাতালিকায় পিছিয়ে পড়লেও উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় ভাল স্থান পেয়েছে কলকাতা । মোট ৮০ জনের মধ্যে কলকাতা ১০ জন রয়েছেন ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল । সার্বিক ফলের পাশাপাশি আজ প্রথম দশের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষ সংসদের পক্ষ থেকে । মাধ্যমিকের মেধাতালিকায় পিছিয়ে পড়লেও উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় ভাল স্থান পেয়েছে কলকাতা । মোট ৮০ জনের মধ্যে কলকাতা ১০ জন রয়েছেন । দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা ।
advertisement

প্রথম- ৪৯৬

গ্রন্থন সেনগুপ্ত

জলপাইগুড়ি জেলা স্কুল

দ্বিতীয়-৪৯৩

ঋত্বিক কুমার শাহু

তমলুক হ্যামিলটন হাইস্কুল

তৃতীয়-৪৯০

তিমির বরণ দাস, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল

শাশ্বত রায়, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর

চতুর্থ-৪৮৭

সৌরদীপ নাথ, উত্তরপাড়া মডেল স্কুল, হাওড়া

সায়ন কুমার দাস, ইসলামপুর হাইস্কুল, উত্তর দিনাজপুর

advertisement

অর্কদীপ গুঁই, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল

দিব্যদূত শাসমল, সিঙ্গুর মহামায়া হাইস্কুল

জয়দীপ ভৌমিক, মনীন্দ্র নাথ হাইস্কুল, কোচবিহার

অন্যয় চ্যাটার্জি, মধুবন গোয়াঙ্কা বিদ্যালয়, বাঁকুড়া

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে প্রথম গ্রন্থন সেনগুপ্ত, পাঁচবছর পর শীর্ষে কলাবিভাগ

পঞ্চম-৪৮৬

অভ্রদীপ্তা ঘোষ, যাদবপুর বিদ্যাপীঠ

আর্য সামন্ত, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর

মহম্মদ শরিফুল ইসলাম, পাণ্ডুয়া শশীভূষণ সাহা হাইস্কুল, হুগলি

advertisement

সুতনয় ভট্টাচার্য, বিষ্ণুপুর হাইস্কুল, বাঁকুড়া

শুভাশীষ ঘোষ, বেরহমপুর জে এন একাডেমি, মুর্শিদাবাদ

রমিক দত্ত, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ, বীরভূম

অনিমা গড়াই, রবীন্দ্রনাথ হাইস্কুল, বাঁকুড়া

অনিরুদ্ধ দত্ত, স্প্রিংডেল হাইস্কুল, কল্যাণী, নদিয়া

অনুভব চক্রবর্তী, পুরুলিয়া জেলা স্কুল

সৌভিক রাজ মাইতি, কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্ট হাই স্কুল, পূর্ব মেদিনীপুর

অরিত্র রায়, পাথফাইন্ডার এইচএস পাবলিক হাইস্কুল যোধপুর পার্ক, কলকাতা

advertisement

বিশাল গাঙ্গুলি, ওন্দা হাইস্কুল, বাঁকুড়া

ষষ্ঠ-৪৮৫

তন্নিষ্ঠা মণ্ডল, পাঠভবন, কলকাতা

মধুরিমা মুখার্জি, উত্তরপাড়া গার্লস হাই স্কুল, হুগলি

নয়নিকা রায়, বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর

সাগ্নিক তালুকদার, নবনালন্দা হাইস্কুল, কলকাতা

কিশলয় সরকার, চাকদহ রামলাল একাডেমি, নদিয়া

দেবদত্তা পাল, বিনোদিনী গার্লস হাইস্কুল, হুগলি

সপ্তর্ষী মণ্ডল, ঝিকড়া হাই স্কুল, হাওড়া

advertisement

দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন, বর্ধমান

নীলমাধব দত্ত, বিষ্ণুপুর হাই স্কুল, বাঁকুড়া

কুন্তল বিত, আরামবাগ হাইস্কুল, হুগলি

সপ্তম-৪৮৪

দিশা ঘোষ, বেথুন কলেজিয়েট স্কুল, কলকাতা

ঋতিকা কাঞ্জিলাল, শিলিগুড়ি গার্লস হাই স্কুল

হৃদম কুমার দাস, কামাক্ষ্যাগুড়ি হাই স্কুল, আলিপুরদুয়ার

অংশমান বন্দ্যোপাধ্যায়, সারেঙ্গা মহাত্মাজী স্মৃতি বিদ্যাপীঠ, বাঁকুড়া

গার্গী চ্যাটার্জি, সিঙ্গুর মহামায়া হাইস্কুল, হুগলি

আরও পড়ুন: প্রকাশিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট, ৯৯.২% পেয়ে প্রথম জলপাইগুড়ির গ্রন্থন সেনগুপ্ত

অষ্টম-৪৮৩

জিষ্ণু বিশ্বাস, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, নদিয়া

রাজশেখর চট্টোপাধ্যায়, ইছাপুর হাই স্কুল, হুগলি

রৌনক পাত্র, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়

বিশ্বজিত্ দত্ত, কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির, কলকাতা

অনিশা মণ্ডল, কোতাশূর হাই স্কুল, বীরভূম

সায়ন্তন চক্রবর্তী, বর্ধমান টাউন স্কুল

অনন্যা ঘোষ, কাঁচড়াপাড়া ইন্ডিয়ান গার্লস স্কুল

শ্রেয়াংশ চ্যাটার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়

কৃষ্ণেন্দু কুণ্ডু, রামসাগর হাইস্কুল, বাঁকুড়া

জেবজিত্ দে, বীরা বল্লভপাড়া হাইস্কুল, উঃ ২৪ পরগনা

অর্ঘ্য দে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়

দেবশুভ্র চক্রবর্তী, কৃষনাথ কলেজ স্কুল, মুর্শিদাবাদ

নবম-৪৮২

শ্রেয়সী গাঙ্গুলি, বিদ্যাভারতী গার্লস হাইস্কুল, কলকাতা

বিকাশরাজ পাল, উত্তরপাড়া গভঃ হাইস্কুল, হুগলি

প্রত্যুষা সাহা, বালুরঘাট লোলিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর

নিশা যাদব, অন্ধ্র অ্যাসোসিয়েশন হাইস্কুল, কলকাতা

দীপ্তম জানা, ইন্দ্র কৃষ্ণলাল শিক্ষা নিকেতন, পশ্চিম মেদিনীপুর

সৌভিক চন্দ্র, আরামবাগ হাইস্কুল, হুগলি

অনুশ্রী মজুমদার, স্প্রিংডেল হাইস্কুল, নদিয়া

সুরজিত্ মাতব্বর, কালনা অম্বিকা মহিশ মর্দিনী হাইস্কুল, বর্ধমান

আফ্রোজা বানু, সুখানি ভোলাপাড়া হাই মাদ্রাসা, জলপাইগুড়ি

সৌমেন মাজি, দেমারি হাই স্কুল, পূর্ব মেদিনীপুর

অভীক ঘোষ, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল

সরফরাজ আলম, শীতলকুচি হাইস্কুল, কোচবিহার

সঞ্চায়ন ব্যানার্জি, দ্বারহাটা রাজেশ্বরী ইনস্টিটিউশন, হুগলি

জাহ্নবী পাল, মনীন্দ্রনাথ হাইস্কুল, কোচবিহার

অর্পন দ্বিবেদী, ঝাড়গ্রাম কে কে ইনস্টিটিউশন

দশম-৪৮১

তীর্থ শঙ্খ বাছার, নব নালন্দা হাইস্কুল, কলকাতা

সর্বাণী দত্ত, জঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়, হুগলি

জয়েশ শ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দঃ ২৪ পরগনা

সায়নী দত্ত, পাথফাইন্ডার পাবলিক স্কুল, কলকাতা

অর্ণব কুমার মল্লিক, পোড়াবাজার আর, ডি এম ইউ বিদ্যালয়, হুগলি

রীতিকা বর্মণ, পাতাকুমারী রাজেন্দ্রনাথ হাইস্কুল, কোচবিহার

সমীধ ঘোষ, বিষ্ণপুর হাইস্কুল, বাঁকুড়া

মহঃ চন্দন আলি, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন, বীরভূম

তন্ময় পতি, সিমলাপাল মদন মোহন হাইস্কুল, বাঁকুড়া

অনুকূল বর্মণ, সাহেবগঞ্জ হাইস্কুল, কোচবিহার

রূপম পাল, রায়গঞ্জ করোনেশন হাইস্কুল, উত্তর দিনাজপুর

মেহেদ উদ জামান, জেনকিন্স হাইস্কুল, কোচবিহার

রোহিত বেরা, তমলুক হ্যামিলটন হাইস্কুল, পূর্ব মেদিনীপুর

অমৃতাংশু মোহিত, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, পশ্চিম মেদিনীপুর

সায়ন কর্মকার, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন, বীরভূম

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নন্দিতা বর্মণ, গোসারিহাট হাইস্কুল, কোচবিহার

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
শীর্ষে গ্রন্থন, কলকাতার ১০, দেখুন উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা