রেলের প্যান্ট্রিতে খাবারের মান নিয়ে অভিযোগ এই প্রথম নয়, এর আগেও বহুবার সামনে এসেছে। মুম্বই-দিল্লি রাজধানী এক্সপ্রেসে সফর করছিলেন যোগেশ মোর নামে এক ব্যক্তি। রেলের প্যান্ট্রি থেকে তিনি খাবার অর্ডার করেন। সেই খাবারের অমলেটে তিনি একটি মৃত আরশোলা দেখতে পান। এর পরেই খাবারের ছবি তুলে ওই ব্যক্তি রেল মন্ত্রক, রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দফতরকে ট্যাগ করে ট্যুইট করেন।
advertisement
তিনি বলেন, ১৬ ডিসেম্বর রাজধানী এক্সপ্রেসে ভ্রমণের সময় সকালে তাঁর আড়াই বছরের মেয়ের জন্য অতিরিক্ত অমলেট অর্ডার করেছিলেন। অমলেট আসার পর সেখানে আরশোলা দেখে তিনি অবাক হয়ে যান। এই অমলেট খেয়ে যদি তাঁর আড়াই বছরের মেয়ের কিছু হয়, তাহলে এর জন্য দায়ী কে হবে।
মোরের ট্যুইট সামনে আসার পরেই বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে নেয় রেল দফতর। ওই ব্যক্তিকে সরাসরি মেসেজ করতে জানায় তারা। তবে এর পরে আদৌ কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন, হাইকোর্টে এসে যোগ্য়তা প্রমাণ তৃণমূল নেতার, মামলাকারীকেই জরিমানা করলেন বিচারপতি
আইআরসিটিসি গত সাত মাসে ট্রেনে খাবারের মান সম্পর্কিত ৫ হাজারের বেশি অভিযোগ পেয়েছে। বুধবার সংসদে এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আরও পড়ুন, নরেন্দ্রপুরে উদ্ধার বিবস্ত্র, বেহুঁশ তরুণী! গণধর্ষণে অভিযুক্ত হবু স্বামী, দেওর
লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে তিনি জানান চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত IRCTC ট্রেনে পরিবেশিত খাবারের মান সম্পর্কিত ৫,৮৬৯টি অভিযোগ পেয়েছে। খাবারের মান নিয়ে কোনও অভিযোগ এলে জরিমানা নেওয়া সহ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।