এই মন্দিরনগরীতে ব্রহ্মার মন্দির সারা দেশে অনন্য। মন্দিরের একটি মার্বেল শোভিত ভূমিতে সুন্দরভাবে খোদাই করা রুপোর কচ্ছপ রয়েছে। মন্দিরের গর্ভগৃহে আরাধ্য দেবতা ব্রহ্মার একটি চারমুখী মূর্তি রয়েছে, সঙ্গী অবশ্যই স্ত্রী গায়ত্রী।
শুনতে বিস্ময়কর লাগলেও এটাই সত্যি যে সারা দেশে ব্রহ্মার এই একটিই মাত্র মন্দির রাজস্থানের পুষ্করে রয়েছে। আজমের থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত পুষ্করের মন্দির ও হ্রদ হিন্দু ভক্তদের মধ্যে অত্যন্ত পবিত্র পুণ্যভূমি। আরাবল্লি পর্বতমালার নাগপর্বত আজমের ও পুষ্করকে পৃথক করেছে।
advertisement
হিন্দু তীর্থযাত্রীদের জন্য পুষ্কর অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। কথিত এবং প্রচলিত বিশ্বাস এই যে চারধামের যাত্রা করার পর পুষ্কর হ্রদে স্নান না-করা পর্যন্ত এই যাত্রা সম্পূর্ণ হয় না ও এর পুণ্যফল লাভ করতে পারেন না তীর্থযাত্রীরা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2022 7:41 AM IST