২ থেকে ১৮ বছর বয়সীদের উপর কোভ্যাক্সিন (Covaxin) ট্রায়ালের অনুমতি পেয়েছিল ভারত বায়োটেক (Bharat Biotech)। এবার ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমতি নিয়ে বাচ্চাদের উপর কোভ্যাক্সিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হল। পাটনার এইমস-এ চিকিত্সকদের একটি দলের তত্ত্বাবধানে বাচ্চাদের উপর এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে। পাটনা ছাড়াও দিল্লি ও নাগপুরে বাচ্চাদের উপর কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হওয়ার কথা। দিল্লি ও পটনার এইমস ও নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউটে মোট ৫২৫টি বাচ্চার উপর চলবে এই ট্রায়াল। ভ্যাকসিন নেওয়ার পর তাঁদের স্বাস্থ্যের প্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে। তা ছাড়া বাচ্চাদের উপর এই ভ্যাকসিনের কার্যকারিতা কেমন , তাও পরীক্ষী করে দেখা হবে।
advertisement
করোনা জয় বাচ্চাদের উপর ট্রায়াল শুরু গেমচেঞ্জার হতে পারে। তবে এই মুহুর্তে সারা দেশে ভ্যাকসিনের জোগানে টান পড়েছে। এমন পরিস্থিতিতে বাচ্চাদের ক্লিনিকাল ট্রায়াল সফল হলে চাহিদা আরও বাড়বে। সেক্ষেত্রে সরবরাহ সময়মতো হবে তো! এই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তবে ভারত বায়োটেক জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে প্রতি মাসে অন্তত ১০ কোটি ভ্যাকসিনের ডাজ উত্পাদন করা হবে। যাতে চাহিদার সঙ্গে জোগানের সামঞ্জস্য থাকে। জুলাই-অগাস্ট থেকেই প্রতি মাসে ৬ থেকে ৭ কোটি ভ্যাকসিনের ডোজ উত্পাদন হবে বলে আশ্বাস দিয়েছে ভারত বায়োটেক।