TRENDING:

Maharashtra News: শিশু দিবসে স্কুলে পৌঁছতে দশ মিনিট দেরি, শাস্তি একশো বার ওঠবোস! মহারাষ্ট্রে ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার মৃত্যু

Last Updated:

শিশু দিবসের দিনই শুক্রবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ভাসাইতে৷ জানা গিয়েছে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর নাম কাজল গোন্ড৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্কুলে পৌঁছতে দশ মিনিট দেরি হয়েছিল৷ তার শাস্তি হিসেবে ১২ বছরের ছাত্রীকে একশো বার ওঠবোসের শাস্তি দিয়েছিলেন শিক্ষক৷ শিক্ষকের সেই নির্দেশ পালন করতে গিয়েই মৃত্যু হল ওই বালিকার৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

শিশু দিবসের দিনই শুক্রবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ভাসাইতে৷ জানা গিয়েছে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর নাম কাজল গোন্ড৷

এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, শিশু দিবসের দিন মাত্র দশ মিনিট দেরিতে স্কুলে পৌঁছয় কাজল৷ ভাসাইয়ের শ্রী হনুমন্ত বিদ্যা মন্দির হাইস্কুলের ছাত্রী ছিল সে৷ অভিযোগ, স্কুলে দেরিতে পৌঁছনোয় তাকে একশো বার কান ধরে ওঠবোস করতে বলেন ক্লাসের শিক্ষক৷ একশো বার ওঠবোস করার পরই ওই ছাত্রীর কোমরের কাছে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়৷

advertisement

বাড়ি ফেরার পর ওই ছাত্রীর অবস্থার আরও অবনতি হয়৷ তখন তাকে নালাসোপারার একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ অবস্থার আরও অবনতি হলে ওই ছাত্রীকে মুম্বইয়ের জে জে হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ছাত্রীর৷

ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুলের কঠোর শাস্তি কারণেই কাজলের শারীরিক অবস্থার অবনতি হয় এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়৷ তাদের আরও অভিযোগ, পিঠে স্কুলব্যাগ নিয়েই ওই ছাত্রীকে একশো বার ওঠবোস করতে বাধ্য করা হয়৷ যার জেরে তার পীঠে, কোমরে যন্ত্রণা বাড়ে৷

advertisement

এই ঘটনায় স্কুলের অন্যান্য অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়৷ অভিযুক্ত শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন তাঁরা৷ মহারাষ্ট্র নবনির্মাণ সেনা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যতদিন না পর্যন্ত দোষীদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করছে, ততদিন পর্যন্ত স্কুল খুলতে দেওয়া হবে না৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের সকালের জলখাবার! মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে 'ধুকি' পিঠা 
আরও দেখুন

বিহারের বিধানসভা নির্বাচনে প্রার্থী দিলেও খাতা খুলতে ব্যর্থ প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি৷ একটিও আসনে জিততে ব্যর্থ প্রশান্ত কিশোরের দল৷ বিহারের নির্বাচনে মাত্র ৩.৪ শতাংশ ভোট পেয়েছে জন সুরজ পার্টি৷ একটি মাত্র আসনে দ্বিতীয় স্থান দখল করেছে প্রশান্ত কিশোরের দল৷ ১২৯টি আসনে তৃতীয় হয়েছে তারা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra News: শিশু দিবসে স্কুলে পৌঁছতে দশ মিনিট দেরি, শাস্তি একশো বার ওঠবোস! মহারাষ্ট্রে ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল