TRENDING:

‘স্কুলে পাঠিও না মা...,’ এক বছর ধরে চলে মানসিক নিগ্রহ ! সহ্য করতে না পেরে জয়পুরে ঝাঁপ ক্লাস ফোরের ছাত্রীর, শিক্ষকদের বিরুদ্ধে বড় অভিযোগ বাবা মায়ের

Last Updated:

ঘটনায় স্কুলের বিরুদ্ধে বিস্ফোরক এনেছেন ছাত্রীর বাবা মা৷ অভিযোগ, পড়ুয়াকে মানসিক হেনস্থা (বুলিং) করা হত স্কুলে৷ কিন্তু বারবার শিক্ষক শিক্ষিকাদের সেই অভিযোগ জানিয়েও কোনও ফল হয় নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর: স্কুলে হেনস্থার অভিযোগ৷ আত্মঘাতী ৯ বছরের ছাত্রী৷ জয়পুরের একটি স্কুলের চার তলা থেকে ঝাঁপ দেয় চতুর্থ শ্রেণির পড়ুয়া৷ তৎক্ষণাৎ পড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে৷ ঘটনায় স্কুলের বিরুদ্ধে বিস্ফোরক এনেছেন ছাত্রীর বাবা মা৷ অভিযোগ, পড়ুয়াকে ‘বুলিং’ করা হত স্কুলে৷ কিন্তু বারবার শিক্ষক শিক্ষিকাদের সেই অভিযোগ জানিয়েও কোনও ফল হয় নি৷
‘স্কুলে পাঠিও না মা...,’ এক বছর ধরে চলে মানসিক নিগ্রহ ! সহ্য করতে না পেরে জয়পুরে ঝাঁপ ক্লাস ফোরের ছাত্রীর, শিক্ষকদের বিরুদ্ধে বড় অভিযোগ বাবা মায়ের  Image News 18
‘স্কুলে পাঠিও না মা...,’ এক বছর ধরে চলে মানসিক নিগ্রহ ! সহ্য করতে না পেরে জয়পুরে ঝাঁপ ক্লাস ফোরের ছাত্রীর, শিক্ষকদের বিরুদ্ধে বড় অভিযোগ বাবা মায়ের Image News 18
advertisement

সূত্রের খবর, ১ নভেম্বর স্কুলের চার তলা, প্রায় ৪৮ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দেয় পড়ুয়া৷ মাত্র ৯ বছরের পড়ুয়ার ঝাঁপ দেওয়ার আগে রেলিংয়ে ওঠার শিহরণ জাগানো সিসিটিভি ফুটেজ সামনে এসেছে৷ তবে ঘটনায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তাদের সন্তানের সমস্যা নিয়ে নির্লিপ্ত থাকার অভিযোগ এনেছেন মৃত ছাত্রীর বাবা মা৷

মৃত ছাত্রীর মায়ের অভিযোগ তিনি বারবার স্কুলে জানিয়েছিলেন সমস্যার কথা৷ কিন্তু বুলিংয়ের অভিযোগের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি স্কুল৷ ছাত্রীর বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটি প্যারেন্ট-টিচার মিটিংয়ে একটি ছেলেকে তার মেয়ের দিকে ইঙ্গিত করতে দেখেছিলেন। ঘটনাটি ক্লাস টিচারকে জানালেও তিনি উপেক্ষা করেছিলেন৷ বাবার আরও অভিযোগ, ওই শিক্ষক উল্টে তাঁকে বলেন যে মেয়েকে (মৃত ছাত্রীকে) বুঝতে হবে এটা কো-এড স্কুল৷ ঘটনার পুলিশী তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মৃত ছাত্রীর বাবা মা৷

advertisement

আরও পড়ুন: গিজার নাকি হিটিং রড! সস্তায় গরম জল পেতে কোনটি ব্যবহার করবেন? কমে যাবে বিদ্যুতের খরচ, শীত পড়ার আগেই বিশদে জেনে নিন

এমন একটি নয়, ছাত্রীর বাবা মায়ের অভিযোগ প্রায় ১ বছর ধরেই স্কুলে ক্রমাগত হেনস্থার শিকার হচ্ছিল তাদের সন্তান৷ ছাত্রীর মা জানান, হোয়্যাটসঅ্যাপে ভয়েস নোট করে মাকে প্রায় ১ বছর আগে পাঠিয়েছিল ছাত্রী৷ ওই ভয়েসে ছাত্রীকে কেঁদে কেঁদে বলতে শোনা যায়, ‘‘আমি স্কুলে যেতে চাই না…আমায় পাঠিও না৷’’

advertisement

মায়ের অভিযোগ এই রেকর্ডিং স্কুলে ক্লাস টিচারকে পাঠিয়েছিলেন ছাত্রীর মা৷ তাঁর আশা ছিল এর পর হয়তো কোনও পদক্ষেপ গ্রহণ করবে স্কুল৷ কিন্তু অভিযোগ এরপরও স্কুল কোনও পদক্ষেপ গ্রহণ করেনি৷ বাবা মায়ের অভিযোগ তাঁরা একাধিকবার অভিযোগ জানালেনও স্কুল নির্লিপ্ত থেকেছে৷ এমনকী অভিযোগ, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মৃত্যুর দিন ছাত্রী প্রায় চারবার শিক্ষকদের কাছে গিয়ে অভিযোগ করে৷ কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

advertisement

আরও পড়ুন: ‘কেউ যাবে না,’ শ্বেতাঙ্গ অত্যাচারের অভিযোগ তুলে স্পষ্ট জানালেন ট্রাম্প, দক্ষিণ আফ্রিকায় G20, বয়কট করল আমেরিকা

জানা গিয়েছে যে ছাত্রীর মৃত্যুর দিনও, তাকে প্রচুর জনে বুলিং করেছিল৷ বিষয়টি আবার উপেক্ষা করা হয়েছিল, ফলে ক্লাস থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় ছাত্রী৷ এমনকী শিক্ষকরাও স্বীকার করেছেন যে ছাত্রী হেনস্থার অভিযোগ করেছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গবাসীদের জন্য বিরাট সুখবর! এবারে শিলিগুড়িতেই হবে ক্যানসারের চিকিৎসা, জানুন
আরও দেখুন

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

বাংলা খবর/ খবর/দেশ/
‘স্কুলে পাঠিও না মা...,’ এক বছর ধরে চলে মানসিক নিগ্রহ ! সহ্য করতে না পেরে জয়পুরে ঝাঁপ ক্লাস ফোরের ছাত্রীর, শিক্ষকদের বিরুদ্ধে বড় অভিযোগ বাবা মায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল