TRENDING:

CJI NV Ramana on Women Reservation: বিচারব্যবস্থায় মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের জোর সওয়াল দেশের প্রধান বিচারপতি এন ভি রমণার

Last Updated:

দেশের বিচারব্যবস্থায় মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ দরকার (CJI NV Ramana on Women Reservation)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের বিচারব্যবস্থায় মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ দরকার (CJI NV Ramana on Women Reservation)। রবিবার এমনই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমণা (Chief Justice NV Ramana)৷ শুধু তাই নয়, দেশের আইন কলেজগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণের দাবিকেও তিনি সমর্থন করেন বলে জানিয়েছেন (CJI NV Ramana on Women Reservation)৷
বিচারব্যবস্থায় মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের জোর সওয়াল দেশের প্রধান বিচারপতি এন ভি রমণার
বিচারব্যবস্থায় মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের জোর সওয়াল দেশের প্রধান বিচারপতি এন ভি রমণার
advertisement

সব কিছু ঠিকঠাক থাকলে, ২০২৭ সালে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন বিভি নাগারত্না (Justice BV Nagarathna)। তাও মাত্র এক মাসের জন্য৷ যদিও সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার পর মাত্র কয়েকজনই মহিলা বিচারপতি পেয়েছে ভারত। ১৯৮৯ সালে দেশের প্রথম মহিলা বিচারপতি হন ফাহিমা বিবি। তার পর থেকে এখনও পর্যন্ত শীর্ষ আদালতে মাত্র ৮ জন মহিলা বিচারপতি নিযুক্ত হয়েছেন৷ তাই বিচারব্যবস্থায় মহিলাদের যোগদান বাড়াতে এবার মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের পক্ষে জোরালো সওয়াল করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমণা (CJI NV Ramana on Women Reservation)।

advertisement

আরও পড়ুন: বিভি নাগারত্না, ২০২৭-এ ইনি হতে পারেন ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি!

ভারতের বিচারব্যবস্থায় মহিলাদের যোগদান বাড়াতে অনেকদিন ধরেই সংরক্ষণের কথা বলা হচ্ছে৷ সেই দাবিকে রবিবার মান্যতা দিলেন প্রধান বিচারপতি এন ভি রমণা (Chief Justice NV Ramana)৷ রবিবার প্রধান বিচারপতি বলেছেন, দেশে ১.৭ মিলিয়ন আইনজীবী রয়েছেন৷ তার মাত্র ১৫ শতাংশ হলেন মহিলা৷ বার কাউন্সিলে মাত্র ২ শতাংশ মহিলা প্রতিনিধি রয়েছেন৷ কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ন্যাশনাল কমিটিতে একজনও মহিলা প্রতিনিধি নেই৷ এটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম৷ আমার মতে, বিচারব্যবস্থায় মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ প্রয়োজন৷ নিম্ন আদালতগুলিতে ৩০ শতাংশের কম মহিলা বিচারপতি রয়েছেন৷ হাইকোর্টগুলিতে ১১.৫ শতাংশ৷ সুপ্রিম কোর্টে ১১-১২ শতাংশ মহিলা বিচারপতি৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে কোনও মহিলা বসেননি। বি ভি নাগারত্না ছাড়াও তালিকায় রয়েছেন তেলঙ্গানা হাইকোর্টের বিচারপতি হিমা কোহলি এবং গুজরাট হাইকোর্টের বেলা ত্রিবেদীর নামও। তবে আদালতগুলিতে যে পরিকাঠামো রয়েছে তা মহিলাদের কাজের উপযুক্ত নয়৷ কোথাও কাজের পরিবেশ ভালো নয় তো কোথাও মহিলা শৌচালয়ের অভাব রয়েছে৷ কর্মরতা মহিলাদের জন্য আদালতে শিশুদের রাখারও ব্যবস্থা নেই৷ প্রধান বিচারপতি জানান, তিনি আদালতগুলির পরিকাঠামো মহিলাদের জন্য উপযুক্ত করে তোলার চেষ্টা করছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
CJI NV Ramana on Women Reservation: বিচারব্যবস্থায় মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের জোর সওয়াল দেশের প্রধান বিচারপতি এন ভি রমণার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল