এই সময়ের মধ্যে ৫২৮টি মোবাইল ফোনের সফলভাবে সন্ধান লাভ করা হয়েছে। এইগুলির মধ্যে ১০৯ টি ডিভাইস রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি চুরি করা বা অবৈধভাবে রাখার জন্য ২১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারগুলি মোবাইল-সম্পর্কিত অপরাধ রোধে এবং বেআইনি পুনঃবিক্রয় নেটওয়ার্কগুলিকে ব্যাহত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গুরুত্বপূর্ণ কথা এই যে, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলি তাঁদের সঠিক মালিকদের কাছে ফেরত দেওয়া হয়, যা এই পদ্ধতির কার্যকারিতা এবং উত্তর পূর্ব সীমান্তরেলওয়ের জনসেবার জন্য থাকা প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
advertisement
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই শাখার যাত্রীদের রেল সাহায্যের মাধ্যমে যে কোনও হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনের রিপোর্ট করতে উৎসাহিত করে। আরপিএফ যাত্রীদের স্বার্থ রক্ষা এবং সুরক্ষিত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য উৎসৰ্গীকৃত থাকে। নিরবচ্ছিন্ন প্রচেষ্টা এবং জনসাধারণের সহযোগিতার মাধ্যমে, রেলওয়ে তার নেটওয়ার্কে সুরক্ষা এবং বিশ্বাসকে আরও উন্নত করার লক্ষ্য স্থির করেছে।
প্রসঙ্গত এই নয়া পোর্টালের মাধ্যমে ফোন হারানো বা চুরির অভিযোগ করতে বলছে রেল। এর ফলে যে বা যারা অভিযোগ জানাতে দেরি হচ্ছে বা সময় সাপেক্ষ বলছিলেন তাদের অভিযোগ মেনে নিয়ে এই সমস্যার সমাধান করে ফেলছে রেল।