Howrah Saltlake Metro Rail Service: চলছে ট্রায়াল রান, ২৪ এপ্রিলই উদ্বোধন শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোপথ? এ বার হাওড়া থেকে গঙ্গার নীচ দিয়ে সোজা সল্টলেক? জেনে নিন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Howrah Saltlake Metro Rail Service:সূত্রের খবর আগামী ২৪ এপ্রিল তিনি রাজ্যের একাধিক রেল প্রকল্পের সূচনা ও উদ্বোধন করতে পারেন। এর মধ্যে বেশ কয়েকটি মেট্রো রেল প্রকল্প রয়েছে। অনেকেই ভেবেছিলেন প্রতীক্ষিত শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো পথ উদ্বোধন করে দিতে পারেন তিনি।
কলকাতা: গত বছর ৬ মার্চ প্রধানমন্ত্রী গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবার উদ্বোধন করেছিলেন। সেদিন তিনি এসপ্ল্যানেড থেকে মেট্রোয় চেপে গঙ্গার নীচ দিয়ে পৌঁছে গিয়েছিলেন হাওড়া ময়দানে। চলতি মাসের শেষ সপ্তাহে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর আগামী ২৪ এপ্রিল তিনি রাজ্যের একাধিক রেল প্রকল্পের সূচনা ও উদ্বোধন করতে পারেন। এর মধ্যে বেশ কয়েকটি মেট্রো রেল প্রকল্প রয়েছে। অনেকেই ভেবেছিলেন প্রতীক্ষিত শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো পথ উদ্বোধন করে দিতে পারেন তিনি।
যদিও মেট্রো রেলের তরফে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে,এখনই চালু হচ্ছে না এই মেট্রো পথ।বউবাজারে সুড়ঙ্গ বিপর্যয়ের কারণে দীর্ঘ সময় পেরিয়ে যায় এই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ করতে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ জুড়তে দীর্ঘ সময় লেগে গেল। একটা সময় প্রকল্প কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিল। দীর্ঘ পাঁচ বছরের চেষ্টায় সেই সমস্যা কাটিয়ে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যেও এখন মেট্রো ছোটার অপেক্ষায়। গত কয়েকমাস ধরে সেখানে চলছে ‘ট্রায়াল রান’। এখনও অবশ্য ওই অংশের অগ্নিসুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র মেলেনি। এরই মধ্যে শীঘ্রই এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশে কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন সারবেন বলে জানা গিয়েছে। তাঁদের অনুমতি এসে গেলে, আগামী মাস থেকে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো যাত্রী পরিষেবা শুরু করে দিতে পারে।
advertisement
আরও পড়ুন : শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, হতে পারে কালবৈশাখী ঝড়ও
নোয়াপাড়া থেকে জয়হিন্দ (এয়ারপোর্ট) পর্যন্ত মেট্রোর জন্য পরিকাঠামো নির্মাণের কাজও শেষ। এই অংশ চালু হলে কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রো রুটের যাত্রীরা নোয়াপাড়ায় নেমে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন। এই মেট্রো রুট চালু হলে বিমানবন্দরে যাওয়া-আসা অনেকটাই সহজ হবে। একইভাবে রুবি-বেলেঘাটা অংশেও মেট্রো ছোটা সময়ের অপেক্ষায়। দীর্ঘদিন ধরে সিআরএস ছাড়পত্র পেয়েও এই লাইনে মেট্রো ছোটা শুরু হয়নি। এবার তা হলে কবি সুভাষে নেমে বেলেঘাটা পর্যন্ত চলে আসা যাবে সহজে। বেলেঘাটা পর্যন্ত এই রুট সম্প্রসারিত হলে যাত্রীসংখ্যা বাড়বে বলেই মনে করছেন মেট্রোর কর্তারা।যদিও কোন কোন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন তা এখনও নিশ্চিত করে জানায়নি রেল মন্ত্রক। প্রধানমন্ত্রীর দফতর থেকেও রেলকে সুর্নিদিষ্ট ভাবে কিছু জানানো হয়নি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2025 9:08 AM IST