নয়াদিল্লি: চিনা কমিউনিস্ট পার্টির (CPC)-এর একটি প্রতিনিধি দল মঙ্গলবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছে। চিনা প্রতিনিধি দল, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতাদের সঙ্গে বৈঠকের পরেই এই বৈঠক করেছ চিনা কমিউনিস্ট পার্টির দলটি।
advertisement
CNN News১৮-এর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই বৈঠকটি প্রেরণা ব্লকে অনুষ্ঠিত হয়েছিল। একই CPC প্রতিনিধি দল বিজেপির সদর দফতরও পরিদর্শন করেছিল, তারাই RSS অফিসও প্রদর্শন করে। প্রায় ৩০ মিনিট ধরে দুই পক্ষের বৈঠক চলেছিল বলে জানা গেছে।
সূত্রের মতে, চিনা প্রতিনিধি দলের অনুরোধের সাপেক্ষেই RSS-এর সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে। CPC প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস মিনিস্টার সান হাইয়ান। RSS-এর পক্ষ থেকে প্রবীণ নেতা দত্তাত্রেয় হোসাবালে এই আলোচনায় উপস্থিত ছিলেন বলে সূত্র মারফত জানা জানিয়েছে।
আরও পড়ুন: টক্সিক ছবিতে উদ্দাম ঘনিষ্ঠতায় লিপ্ত দক্ষিণী সুপারস্টার যশ! মহিলা কমিশনে অভিযোগ দায়ের
গত বছর ভারত ও চিনের মধ্যে সম্পর্ক উন্নতির পর এই বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ বলে জানা গিয়েছে। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পরে কয়েক বছর ধরে রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে সম্পর্ক খারাপ ছিল, সেই পরিস্থিতির পরে এই আলোচনা হয়েছে। যদিও সীমান্ত বিবাদ নিয়ে এখনও দুই দেশের টানাপড়েন চলছে, তবে কূটনৈতিক বিভিন্ন বৈঠক দুই দেশের উন্নতির ইঙ্গিত দিচ্ছে।
ডঃ বিজয় চৌথাওয়ালে যিনি বিজেপির বিদেশ মন্ত্রক বিভাগের ইন-চার্জ, তিনি জানান, চিনা নেতারা বিজেপির কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন, যার মধ্যে বিজেপির জেনারেল সেক্রেটারি অরুণ সিং ছিলেন, এবং বিজেপির সঙ্গে চিনা কমিউনিস্ট পার্টির মধ্যে দলগত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
ভারতের চিনা রাষ্ট্রদূত সু ফিয়ং চিনা এই বৈঠকে অংশ নেন। প্রথম পর্যায়ে দলীয় আলোচনা হয়, সেই সঙ্গে ভারত এবং চিনের সম্পর্কের উন্নতি নিয়েও দুই পক্ষের আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
