পরীক্ষায় সাতটি শিশুর রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে করোনার পর আরও একবার আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লি AIIMS জানিয়েছে, সাতজনের শরীরে এই চিনা নিউমোনিয়া হানা দিয়েছে।
চিনা মাইকোপ্লাজমা নিউমোনিয়ার পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষার ফল সাতজনের পজিটিভ এসেছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ওই শিশুরা আক্রান্ত হয়েছিল বলে জানানো হয়েছে।
আরও পড়ুন- ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন আতঙ্ক!গন্তব্যে পৌঁছতে দেরি,রইল ভিডিও
advertisement
ল্যানসেট মাইক্রোবের তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, PCR টেস্টে শিশুদের রিপোর্চ পজিটিভ আসে। IgM Elisa টেস্ট করা হয়। এই টেস্টেও শরীরে ব্যাকটেরিয়ার অস্তিত্ব ধরা পড়ে।
আরও পড়ুন- কংগ্রেসের ডাকে সাড়া দিলেন না মমতা! ইন্ডিয়া জোটের বৈঠকে নেই কোনও প্রতিনিধিও!
এইমস-এর তরফে বলা হয়েছেস, এই অসুখকে ডাক্তারি পরিভাষায় ওয়াকিং নিউমোনিয়া বলা হয়। শরীরে এই নিউমোনিয়ার প্রভাব পড়ে খুবই কম। তবে এই নিউমোনিয়া ছড়ানো আটকাতে না পারলে মুশকিল হতে পারে। ফলে আপাতত স্ক্যানিং-এর ব্যবস্থা করা হয়েছে। এই নিউমোনিয়ার প্রভাব বেশি দেখা যাচ্ছে শিশুদের মধ্যে। তবে চিকিৎসকরা এই নিয়ে অকারণ চিন্তা করতে বারণ করছেন এখনই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
