কুড্ডালোর জেলার ভাদালুর সংলগ্ন একটি গ্রামে বৃহস্পতিবার এক দেড় বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি জল ভেবে ভুলবশত ডিজেল পান করেছিল।
আরও পড়ুন: রুটিন ট্রেনিং-এর সময় ভয়ঙ্কর দুর্ঘটনা! এবার ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান মিরাজ…
মৃত শিশুটির পরিচয় জানা গেছে—সে হল ভাদালুরের নারিকুরুভার কলোনির বাসিন্দা ২৯ বছর বয়সী এস সূর্য ও তার স্ত্রী স্নেহার মেয়ে মৈথিলী। ৫ ফেব্রুয়ারি, স্নেহা রান্না করছিলেন, তখন শিশুটি রান্নাঘরে তার আশপাশে খেলছিল। খেলার ছলে সে ডিজেল ভর্তি বোতল হাতে পেয়ে জল মনে করে পান করে ফেলে।
advertisement
রান্নাঘরে কাঠ জ্বালানোর জন্য ডিজেল রাখা ছিল। হঠাৎই স্নেহা দেখেন শিশুটির হাতে ডিজেলের বোতল, এরপর তিনি বুঝতে পারেন যে তার মেয়ে ডিজেল পান করে ফেলেছে। সঙ্গে সঙ্গে তিনি আত্মীয়দের সহায়তায় শিশুটিকে কুড়িঞ্জিপাড়ি সরকারি হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মৈথিলীকে চিদাম্বরমের রাজা মুথাইয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়, এবং শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পর, সূর্য ভাদালুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ BNS Act-এর ১৯৪ ধারা অনুযায়ী মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।