TRENDING:

Tripura: রক্তের চাহিদা মেটানো ও নেশামুক্ত সমাজ গড়তে লাগাতার প্রচার ত্রিপুরায়, কী বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা

Last Updated:

Tripura: আগরতলায় মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। সুষ্ঠু সমাজ গঠনে ক্লাব, সামাজিক সংস্থা, সংগঠনগুলির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা: সামাজিক কাজের মধ্য দিয়ে মানব সেবার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এর মাধ্যমে মানুষের আস্থা বা বিশ্বাস অর্জন করতে হবে। সমাজে প্রত্যেকের দায়িত্ব অনেক রয়েছে। প্রত্যেককে দায়িত্ব নিয়ে সমাজের প্রয়োজনে সামাজিক কাজ করতে হবে। আগরতলায় মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। মুখ্যমন্ত্রী ড. সাহা বক্তব্য রাখতে গিয়ে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছতার দৃষ্টিভঙ্গি নিয়ে নিরলসভাবে দেশের সেবা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দীর্ঘ ৯ বছরের শাসন কালে কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। রাজ্য সরকারও প্রধানমন্ত্রীর দিশায় কাজ করে চলেছে। সুষ্ঠু সমাজ গঠনে ক্লাব, সামাজিক সংস্থা, সংগঠনগুলির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
রক্তের চাহিদা মেটানো ও নেশামুক্ত সমাজ গড়তে লাগাতার প্রচার ত্রিপুরায়
রক্তের চাহিদা মেটানো ও নেশামুক্ত সমাজ গড়তে লাগাতার প্রচার ত্রিপুরায়
advertisement

উদ্বোধকের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রক্ত এবং জলের কোনও ধর্ম হয় না। সমাজ জীবনেও আমাদের প্রত্যেকের এই দর্শন নিয়ে চলা উচিত। সামাজিক কাজ করতে গিয়ে কোন ধর্ম হয় না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রীষ্টান যা-ই হোক না কেন আমাদের পরিচয় মানুষ। সকলের যার যার ধর্ম আছে। কিন্তু সকলের উপরে মানুষের কর্ম। কাজের মাধ্যমে মানুষের পরিচয় পাওয়া যায়। রক্তের ক্ষেত্রেও ধর্মের কোনও প্রকার বিভেদ আসে না। রক্ত গ্রহীতার মধ্যে কখনও রক্তের শ্রেণী বিন্যাস আসে না। কারণ রক্ত রক্তই।’’

advertisement

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুর্শিদাবাদে ১৭৫টি আসনে ফের নির্বাচন! ভোটারদের লাইন চোখে পড়ার মতো

আরও পড়ুন: রেলপথে চোরাই কারবার! আরপিএফ-এর হাতে এল ২৮ লক্ষ টাকার নিষিদ্ধ সামগ্রী! গ্রেফতার ১৮

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব নিয়ে রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেছেন মানুষের জন্য কাজ করো। প্রতিটা মানুষের জন্য কাজ করো। এর সঙ্গে রাজনীতি কী? মানুষের সমস্যা নিরসনে কাজ করব। এর সঙ্গে রাজনীতি কী? তাই রক্তের মধ্যেও কোনও পার্টি বা রাজনীতি হয় না। মুখ্যমন্ত্রী বলেন, সংস্কৃতি ও পরম্পরার বাহক হিসেবে এই সামাজিক কর্মসূচি করছে এই ক্লাব। আমাদের শরীরে থাকা রক্ত ভগবানের দেওয়া উপহার। আর এই উপহার আমরা অন্যজনের প্রয়োজনে দান করছি। এর থেকে বড় উপহার আর হয় না। মানুষের চরিত্রের সঙ্গে রক্তের একটা সম্পর্ক রয়েছে। রক্তদান করতে হলেও শারীরিক দিক থেকে সুস্থ সবল থাকতে হবে।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura: রক্তের চাহিদা মেটানো ও নেশামুক্ত সমাজ গড়তে লাগাতার প্রচার ত্রিপুরায়, কী বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল