জম্মু-কাশ্মীরের পিএসএ ১৯৭৮-এ বলা আছে, এলাকায় বা রাজ্যে শান্তি ভঙ্গ করতে পারেন, এমন কোনও ব্যক্তিকে মনে হলে প্রশাসন কোনও রকম শুনানি ছাড়াই ২ বছর পর্যন্ত আটক করে রাখতে পারে৷ ইতিমধ্যেই গত ৬ মাস ধরে মুফতি, ওমর, ফারুক আবদুল্লা-সহ কাশ্মীরের বহু নেতাকে গৃহবন্দি রেখেছে কেন্দ্র৷ নতুন করে পিএসএ মামলায় ওমর ও মুফতির বন্দিদশা বেড়ে গেল৷
advertisement
গত সেপ্টেম্বরে ওমর আবদুল্লার বাবা ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে পিএসএ-তে গৃহবন্দি করে কেন্দ্র৷ কেন্দ্রের এই পদক্ষেপের তীব্র ভাষায় নিন্দা করে চিদম্বরম বললেন, 'কোনও চার্জ ছাড়া কাউকে আটক করা হল গণতন্ত্রে সবচেয়ে কদর্য দিক৷ যখন বেআইনি ভাবে কোনও আইন জগনগণের উপর চাপিয়ে দেওয়া হয়, তখন শান্তিপূর্ণ প্রতিবাদ ছাড়া আর কি উপায় থাকতে পারে? আমি স্তম্ভিত ও বিধ্বস্ত৷'
দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর পিএসএ নির্দেশের খবরটি জানান মেহবুবার বোন ট্যুইট করে৷