TRENDING:

Chenab Bridge: চেনাব সেতুই হতে পারে দেশের সেরা পর্যটনের অন্যতম কেন্দ্র, কাজ চলছে জোরকদমে

Last Updated:

Chenab Bridge: সূত্রের খবর, চেনাব রেল সেতুর কাছে একটা রেল মিউজিয়াম বানানো। একটা ক্যাফেটেরিয়া। আর এই পরিকাঠামো ব্যবহার করে যদি গেস্ট হাউজ বা রিসর্ট বানানো যেতে পারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ দিল্লি: আগামীদিনে ভারতীয় রেলের হাত ধরে চেনাব রেল সেতু হয়ে যেতে পারে দেশের অন্যতম সেরা পর্যটন ক্ষেত্র। গতকালই গোল্ডেন জয়েন্টের কাজ শেষ হয়েছে চেনাব রেল সেতুর। এবার এই সেতুকে ঘিরে একাধিক পরিকল্পনা নিচ্ছে রেল। যাতে আগামী দিনে এটি দেশের অন্যতম সেরা পর্যটন ক্ষেত্র হয়ে যায়। চেনাব রেল সেতু যেখানে তৈরি করা হয়েছে, তার একদিকে রয়েছে কউরি। অপরদিকে রয়েছে বাক্কল।
চেনাব সেতুই হতে পারে দেশের সেরা পর্যটনের অন্যতম কেন্দ্র
চেনাব সেতুই হতে পারে দেশের সেরা পর্যটনের অন্যতম কেন্দ্র
advertisement

কউরি পেরিয়ে যেতে হয় দুগগাতে। আর এই সব জনপদের একাধিক স্থানে এমন কতগুলি স্থান আছে যা পর্যটকদের কাছে আগামী দিনে অত্যন্ত আর্কষণীয় হতে পারে। প্রথমত কউরিতে ভারতীয় রেলের, নর্দান ডিভিশনের তরফে একটি গেস্ট হাউজ তৈরি করা আছে। আপাতত এই জায়গা ব্যবহার করেন চেনাব রেল প্রকল্পের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা। এর পাশাপাশি চেনাব যা চন্দ্রভাগা নদী নামেও পরিচিত, তার পাশে রয়েছে নির্মাণকারী সংস্থা অ্যাফকনসের একাধিক ঘর।

advertisement

চেনাব সেতু, ভারতীয় রেলের হাতে তুলে দেওয়ার পরে এই সব জায়গা ফাঁকা হয়ে যাবে। আর এই সব পরিকাঠামোকে ব্যবহার করেই ভারতীয় রেল চাইছে এখানে পর্যটকদের জন্য ব্যবস্থা করা হোক। নর্দান রেলের চিফ অ্যাডমিন অফিসার সুরিন্দর পাল মাহি জানিয়েছেন, “নির্মাণকারী সংস্থা অ্যাফকনসের তরফে আমাদের কাছে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। তার মধ্যে এই প্রস্তাবও আছে। এই গোটা যাত্রা পথটাই একটা দারুণ রোমাঞ্চকর ব্যাপার। সেখানে অবশ্যই আমরা আমাদের তরফ থেকে দেখব। এই গোটা প্রকল্পের বিষয়ে জম্মু প্রশাসনও জানে। তাই আমরা তাদের সঙ্গে কথা বলব।”

advertisement

আরও পড়ুন, ‘মা ভারতী আবার জেগে উঠেছেন…’ স্বাধীনতা দিবসে ‘মণিপুর হিংসা’ নিয়ে বার্তা মোদির

আরও পড়ুন, ‘আমাকে হস্টেলে ঢুকতেই দেয় না ছাত্ররা’, তদন্ত কমিটির সামনে বিস্ফোরক হস্টেল সুপার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নির্মাণকারী সংস্থা অ্যাফকনসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, গিরিধর রাজাগোপাল জানিয়েছেন, “আমরা সেতুর কাজ করেছি। আমরা একাধিক প্রস্তাব দিয়েছি।” সূত্রের খবর, চেনাব রেল সেতুর কাছে একটা রেল মিউজিয়াম বানানো। একটা ক্যাফেটেরিয়া। আর এই পরিকাঠামো ব্যবহার করে যদি গেস্ট হাউজ বা রিসর্ট বানানো যেতে পারে। ফলে যারা বৈষ্ণোদেবী আসেন। তারা সহজেই সেখান থেকে চেনাব চলে আসতে পারবেন। এর ফলে একদিকে যেমন এলাকার অর্থনৈতিক পরিস্থিতি বদলাবে। তেমনি একটা রেলসেতুকে কেন্দ্র করে নয়া পর্যটন কেন্দ্র গড়ে উঠবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Chenab Bridge: চেনাব সেতুই হতে পারে দেশের সেরা পর্যটনের অন্যতম কেন্দ্র, কাজ চলছে জোরকদমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল