Independence Day 2023: ‘মা ভারতী আবার জেগে উঠেছেন...’ স্বাধীনতা দিবসের ভাষণে ‘মণিপুর হিংসা’ নিয়ে বার্তা প্রধানমন্ত্রী মোদির!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Independence Day 2023 PM Modi Speech: ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনে গোটা দেশ। এই উপলক্ষে সেজে উঠেছে লালকেল্লা। তাঁর ভাষণে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তায় ফের উঠে আসে উত্তর পূর্বের পরিস্থিতি।
নয়াদিল্লি : ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনে গোটা দেশ। এই উপলক্ষে সেজে উঠেছে লালকেল্লা। তাঁর ভাষণে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তায় ফের উঠে আসে উত্তর পূর্বের পরিস্থিতি। মণিপুরকে পাশে থাকার বার্তা দেন মোদি। তিনি তাঁর ভাষণে বলেন, “মণিপুরের মা-বোনদের সম্মানহানী ঘটেছে। তবে কয়েকদিন ধরে সেখানে শান্তি ফিরেছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার শান্তি বজায় রাখার জন্য এবং সেখানকার সমস্যা মেটাতে একসঙ্গে কাজ করবে। দেশবাসী মণিপুরের পাশে রয়েছে।”
লালকেল্লা থেকে জাতীয় পতাকার উন্মোচন করেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেজে ওঠে জতীয় সংগীত। বায়ুসেনার হেলিকপ্টার লালকেল্লার ওপর দিয়ে পুষ্পবৃষ্টি করে বিশেষ মুহূর্তকে আরও সুন্দর করে তোলে।
India celebrates its 77th Independence Day today 🇮🇳
Prime Minister @narendramodi hoists the national flag and addresses the nation from Red Fort.#Watch live: https://t.co/yyYpyS3Roh#IndependenceDayIndia #स्वतंत्रता_दिवस #JaiHind #IndianFlag pic.twitter.com/JgxS5dzoW5
— DD News (@DDNewslive) August 15, 2023
advertisement
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণে বলেন, “মা ভারতী আবার জেগে উঠেছেন। বিগত ৯-১০ বছরে আমি অনুভব করেছি। গোটা বিশ্ব ভারতের ওপর বিশ্বাস করতে শুরু করেছে। ভারতের জ্যোতি দেখতে পাচ্ছে বিশ্ব। আমাদের সৌভাগ্য, আমাদের কাছে জনসংখ্যা, বৈচিত্র্য, গণতন্ত্র আছে। এই ত্রিবেণী ভারতকে এগিয়ে নিয়ে যাবে।”
আজ লালকেল্লায় স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে আমন্ত্রিত সাধারণ ভারতবাসী। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে মোট ১,৮০০ জন সাধারণ নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে দু’বছর আগে দেশের ৭৫ম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে ভারতকে নিয়ে নয়া অঙ্গীকারের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আজ ৭৭তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে সেই অঙ্গীকারকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2023 8:30 AM IST